Balurghat: ছক্কা হাঁকাল তৃণমূল! সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল

Balurghat: বোয়লদারের কাঞ্জিয়ালসি এলাকায় ওই সমবায় সমিতির ভোটগ্রহণ হয়। দুপুর বেলা ভোট শুরু হয়। মোট ভোটার ছিলেন প্রায় ৬৭৫ জন। এদিনই ভোটের ফল ঘোষণা করেন প্রশাসনিক আধিকারিকরা।

Balurghat: ছক্কা হাঁকাল তৃণমূল! সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল
জয়ী তৃণমূল Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 8:30 PM

বালুরঘাট: সমবায় সমিতির নির্বাচনে সব কয়টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা৷ রবিবার বিকালে ফলাফল বেরোতেই সবুজ আবির উড়িয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে ছয় আসনের ছয়টিতেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা।

জানা গিয়েছে, এদিন বোয়লদারের কাঞ্জিয়ালসি এলাকায় ওই সমবায় সমিতির ভোটগ্রহণ হয়। দুপুর বেলা ভোট শুরু হয়। মোট ভোটার ছিলেন প্রায় ৬৭৫ জন। এদিনই ভোটের ফল ঘোষণা করেন প্রশাসনিক আধিকারিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ।

প্রশাসন সূত্রে খবর, ওই সমবায় সমিতির ছয়টি আসন ছিল। তিনটি সংরক্ষিত এবং তিনটি অসংরক্ষিত। মোট ছয়টি আসনে বাম, বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রার্থীরা ভোটে অংশ নেন। সুকান্ত গড় হলেও নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীরা সেভাবে দাগ কাটতে পারেনি। ভোটের পর দেখা যায় ছয় আসনে ছয়টিতেই তৃণমূল জয়ী হয়েছে। এরপরে তৃণমূল কর্মীরা উল্লাসে মেতে ওঠেন। জয়ের খবর পেতে এই ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিঞা, তৃণমূলের আদিবাসী সেলের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট ব্লক সভাপতি কৌশিক চৌধুরী, বোয়ালদার পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক প্রদ্যুৎ মণ্ডল- সহ অন্যান্যরা।