Suicide: ভ্যান চালিয়েও আর মেয়ের ভর্তির টাকা জোগাড় করতে পারেনি বাবা, অভিমানে গলায় বিষ ঢেলে দিল ক্লাস নাইনের নাসিমা
Suicide: নাসিমা জীবনতলা থানার সারেঙ্গাবাদ ইট খোলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা যাচ্ছে। পরিবারের লোকজন বলছেন, টাকা জোগাড় করা হচ্ছিল। যথাসাধ্য চেষ্টা করছিলেন বাবা ইসমাইল মোল্লা।
ক্যানিং: স্কুলে ভর্তি হতে না পেরে অভিমানে আত্মঘাতী ছাত্রী। শোকের ছায়া ক্যানিংয়ের পরিবারে। নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল ১৪ নাসিমা মোল্লা। দশম শ্রেণিতে ভর্তি হতে টাকা চেয়েছিল বাবার কাছে টাকা চেয়েছিল। কিন্তু, টানাটানির সংসার। ভ্যান চালিয়ে কোনওমতে সংসার চালান বাবা। ইচ্ছা থাকলেও নিরুপায় বাবাব আর মেয়েকে ভর্তির টাকা দিতে পারেননি। কিন্তু, সেই অভিমান থেকে মেয়ে যে এই কাণ্ড করে বসবে তা ভাবতে পারেননি পরিবারের লোকজন।
নাসিমা জীবনতলা থানার সারেঙ্গাবাদ ইট খোলা হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল বলে জানা যাচ্ছে। পরিবারের লোকজন বলছেন, টাকা জোগাড় করা হচ্ছিল। যথাসাধ্য চেষ্টা করছিলেন বাবা ইসমাইল মোল্লা। একদিন পরে টাকা এনে দেবেনও বলেছিলেন। কিন্তু, তাঁর আগেই বিষ খেয়ে ফেলে মেয়ে! শোকে পাথার হয়ে গিয়েছেন মা-বাবা।
এই খবরটিও পড়ুন
পরিবারের সদস্যরা জানাচ্ছেন বিষ খাওয়ার পরেও দেহে প্রাণ ছিল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন সময়েই মৃত্যু হয় নাসিমার। ইতিমধ্যেই ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে এসেছে। ঘটনায় শোকের ছায়া পরিবারে, শোকে বিহ্বল হয়ে পড়েছেন প্রতিবেশীরাও।