Share Market: এক লাফে বাড়ল হাজার পয়েন্ট! নতুন বছরে ‘আশার আলো’ দেখাল শেয়ার বাজার
Share Market: বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কিং, অটোমোবাইল ও তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারগুলির দৌলতে লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারী। এদিন ফাটিয়ে ছুটেছে এই সেক্টরের শেয়ারগুলি। যার সুপ্রভাব পড়েছে সেনসেক্সেও।
নয়াদিল্লি: নতুন বছরকে সাদরে আমন্ত্রণ জানাল শেয়ার বাজার। নতুন বছরের দ্বিতীয় দিনেই এক লাফে হাজার পয়েন্ট উপরে উঠল সেনসেক্স। মুখে হাসি ফুটল বিনিয়োগকারীদের।
গত বছরের শেষ দিক থেকেই খানিকটা মূর্চ্ছা পড়েছিল শেয়ার বাজার। কমে ছিল গতি। অনেকে আবার বলছিল সারাবছর দৌড়ে হাঁফিয়ে গিয়ে শেয়ার বাজার বুল। তবে নতুন বছর পড়তেই যেন হারানো শক্তি ফিরে পেয়েছে সে। বর্ষবরণ করেছে বুলরান দিয়েই। এদিন মোট ১০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেনসেক্স। ছুঁয়েছে ২৪ হাজারের মাত্রা।
বছরের দ্বিতীয় দিনেই হঠাৎ কীভাবে এই লাফ শেয়ার বাজারের?
বিশেষজ্ঞরা বলছেন, ব্যাঙ্কিং, অটোমোবাইল ও তথ্য প্রযুক্তি সংস্থার শেয়ারগুলির দৌলতে লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারী। এদিন ফাটিয়ে ছুটেছে এই সেক্টরের শেয়ারগুলি। যার সুপ্রভাব পড়েছে সেনসেক্সেও।
দাম বাড়ল কোন কোন শেয়ারের?
দাম বেড়েছে ব্যাঙ্কিং শেয়ার বাজাজ ফিনসার্ভের। মোট ৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে এই শেয়ারের দামে। এছাড়াও অটোমোবাইল শেয়ার ইচার মোটরসের দামেও বৃদ্ধি দেখা গিয়েছে প্রায় ৭ শতাংশ।
মারুতি সুজুকির দাম বেড়েছে ৫ শতাংশ। মাহিন্দ্রার শেয়ার দাম বেড়েছে মোট ৩.৮৬ শতাংশ।
অন্যদিকে দাম পড়েছে যে শেয়ারগুলির সেগুলির মধ্যে অন্যতম ব্রিটানিয়া। এছাড়া সাম ফার্মাসিউটিক্যালের শেয়ার দেখা গিয়ে ০.৭৪ শতাংশ পতন। দাম পড়েছে আদানির শেয়ারেরও।