Vodafone Idea: নামী ব্রিটিশ টেলিকম সংস্থার শেয়ার কিনছে কেন্দ্র! চাপে পড়তে চলেছে Jio?

Avra Chattopadhyay |

Apr 01, 2025 | 10:53 AM

Vodafone Idea: এই চুক্তির কেন্দ্রের অংশীদারিত্বের পরিমাণ দাঁড়াবে ২২ শতাংশ থেকে ৪৯ শতাংশে। তবে তাতে ভোডাফোন আইডিয়ার প্রোমোটাররা কোম্পানি থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাবে না।

Vodafone Idea: নামী ব্রিটিশ টেলিকম সংস্থার শেয়ার কিনছে কেন্দ্র! চাপে পড়তে চলেছে Jio?
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image | PTI

Follow Us

কলকাতা: নতুন বছরে বড় রেহাই পেল টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া। জানা গিয়েছে, এই টেলিকম সংস্থার ৪৯ শতাংশ অংশীদারিত্ব হাতে পেতে চলেছে ভারত সরকার। তবে কি BSNL ভুলে, এই ভিন দেশি টেলিকম ব্র্যান্ডকে কিনে নিচ্ছে কেন্দ্র সরকার? না ঘটনা ঠিক সে রকম নয়।

বর্তমানে এই টেলিকম সংস্থার থেকে ৩৬ হাজার ৯৫০ কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের। কিন্তু সেই ঋণ ফেরত দিতে গিয়ে নাজেহাল দশা ভোডাফোন-আইডিয়ার। টেলিকম বাজারে ধুঁকছে তাদের সংস্থা। ওয়াকিবহাল মহল বলছে, যে কোনও সময় নিজেদেরকে দেউলিয়াও বলে দিতে পারে তারা। আর তার আগেই শেষ বারের মতো নিজেদের পাওনা ফিরিয়ে আনতে ‘কামড়’ কেন্দ্রের।

রবিবার এই টেলিকম সংস্থা তরফে জানানো হয়েছে, ৩৬ হাজার ৯৫০ কোটি টাকার পরিবর্তে তাদের থেকে ৩ হাজার ৯৫০ কোটি ইক্যুইটি শেয়ার চেয়েছে কেন্দ্রীয় সরকার। ভোডাফোন-আইডিয়ার প্রতিটি শেয়ার ১০ টাকা দরে কিনতে চায় তারা। সেই ভিত্তিতে এই পরিমাণ শেয়ারের দাবি জানানো হয়েছে সরকার তরফে। কিন্তু যেখানে শেয়ার বাজারে সংস্থার শেয়ারের দর প্রায় ৭ টাকা। তবে কেন ৩ টাকা বাড়তি দিয়ে এই সংস্থার অংশীদারিত্ব কিনছে কেন্দ্র? জানা গিয়েছে, যেহেতু এই অংশীদারিত্ব কেনার মূূল লক্ষ্য আসলে সংস্থা ঋণের বোঝা থেকে রক্ষা করা, তাই সে কথাটা মাথায় রেখেই এই দরে শেয়ার কিনেছে কেন্দ্র।

এই চুক্তির কেন্দ্রের অংশীদারিত্বের পরিমাণ দাঁড়াবে ২২ শতাংশ থেকে ৪৯ শতাংশে। তবে তাতে ভোডাফোন আইডিয়ার প্রোমোটাররা কোম্পানি থেকে নিজেদের নিয়ন্ত্রণ হারাবে না। সংস্থা তরফে জানানো হয়েছে, ‘আগামী ৩০ দিনের মধ্য়ে এই অংশীদারিত্বের চুক্তি সম্পন্ন করা হবে।’

সরকারের অংশীদারিত্ব বৃদ্ধিতে লাভবান হবে ভোডাফোন-আইডিয়া

বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অংশীদারিত্ব বৃদ্ধিতে উল্টে ভালই লাভ হতে চলেছে টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়ার। প্রথমত, এই বিপুল ঋণের বোঝা থেকে মুক্ত ভোডাফোন। দ্বিতীয়ত, সরকারের অংশীদারি থাকায় ব্যাঙ্ক থেকে আরও ঋণ তোলার পথ খুলে গেল তাদের জন্য। তাছাড়া দেশের অন্দরে বিনিয়োগ তোলার ক্ষেত্রে বাড়তি মাইলেজ পাবে এই সংস্থা।

Next Article