AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বহু চেনা এই সংস্থার কী হল? হাজার খুঁজলেও আর পাবেন না Panasonic-এর ফ্রিজ ও ওয়াশিং মেশিন!

Panasonic: বাড়িতে প্যানাসনিকের ফ্রিজ বা ওয়াশিং মেশিন রয়েছে? তাহলে এই খবর আপনার জন্যই! সংস্থার সিদ্ধান্তে চাপে পড়তে পারেন আপনিও!

বহু চেনা এই সংস্থার কী হল? হাজার খুঁজলেও আর পাবেন না Panasonic-এর ফ্রিজ ও ওয়াশিং মেশিন!
Image Credit: Matthias Balk/picture alliance via Getty Images
| Updated on: Jul 01, 2025 | 6:09 PM
Share

ফ্রিজ ও ওয়াশিং মেশিন বিক্রি বন্ধ করে দিতে চলেছে জাপানি সংস্থা প্যানাসনিক। ভারতের ফ্রিজের মার্কেটের ০.৮ শতাংশ ও ওয়াশিং মেশিনের মার্কেটের ১.৮ শতাংশ রয়েছে প্যানাসনিকের দখলে। ফলে ভারতের বাজারে এই সেক্টরে খুব একটা লাভের মুখ দেখেনি তারা।

ভারতের বাজারে ফ্রিজ ও ওয়াশিং মেশিনের বদলে যে পণ্যগুলো দারুণ বিক্রি হয়, সেগুলোর বিক্রিতে জোর দিতে চলেছে এই জাপানি সংস্থা। প্যানাসনিকের এই সিদ্ধান্তে কোনও প্রভাব পড়বে না এয়ার কন্ডিশনার, টিভি, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, এনার্জি সলিউশনের পণ্যের উপর।

এ ছাড়াও হোম অটোমেশন, হিটিং, ভেন্টিলেশন ও কুলিং সলিউশনের মতো ক্ষেত্র, যেখানে আগামীতে দারুণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেদিকে নজর দিতে আগ্রহী এই জাপানি সংস্থা। তাদের এই সিদ্ধান্তের ফলে বিপল কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই দুই ভিবাগের কর্মীদের অন্য কোনও বিভাগে অন্য কোনও কাজে নিয়োগ করা যায় কি না, সেদিকেও দেখছে এই জাপানি সংস্থা।

ডিলারদের কাছে থাকা অবিক্রিত ফ্রিজ বা ওয়াশিং মেশিন বিক্রি বা ফেরত নেওয়ার ব্যবস্থা করবে সংস্থা, তারা জানিয়েছে এমনই। এ ছাড়াও যাঁদের কাছে প্যানাসনিকের ফ্রিজ বা ওয়াশিং মেশিন রয়েছে তার সার্ভিসও দেবে সংস্থা, জানিয়েছে এমনই।