Personal Loan: ঋণ নেওয়ার পর মারা গেলেও শোধ দিতে হবে লোনের টাকা? নাকি নিলাম হবে সম্পত্তি? নিয়ম যা বলছে…

Avra Chattopadhyay |

Feb 04, 2025 | 2:10 PM

Personal Loan: ঋণ নেওয়ার পর মারা গেলেও শোধ দিতে হবে লোনের টাকা? নাকি নিলাম হবে সম্পত্তি? নিয়ম যা বলছে...

Personal Loan: ঋণ নেওয়ার পর মারা গেলেও শোধ দিতে হবে লোনের টাকা? নাকি নিলাম হবে সম্পত্তি? নিয়ম যা বলছে...
Image Credit source: fstop123/E+/Getty Images

Follow Us

কলকাতা: এখন EMI বা ব্যাঙ্ক থেকে ঋণ নেন না, এমন ব্যক্তির সংখ্যা সত্যিই কম। মূলত, বাড়ন্ত মূল্যবৃদ্ধি ও ভোগবিলাসী মানসিকতাই এই ঋণ নেওয়া দিকে সাধারণ জনতাকে ঠেলে দিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। একটি সমীক্ষা অনুযায়ী, বর্তমান সময়ে ভারতের ৬৭ শতাংশ মানুষ নিজেদের চাহিদা বা শখ পূরণের জন্য EMI বা ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন।

কিন্তু যদি এমন হয় যে কোনও ব্যক্তি ঋণ নেওয়ার পর তা শোধ করার আগেই মারা গেলেন, সেক্ষেত্রে ব্যাঙ্ক কার কাছ থেকে সেই টাকা ফেরত নেবে? নাকি গোটাটাই মাফ হয়ে যাবে?

বলে রাখা ভাল, যে কেউ কিন্তু চাইলেই ঋণ তুলে নিতে পারেন না। সঠিক সুদে ঋণ নিতে গেলে প্রয়োজন ভাল সিবিল স্কোরের।

কী এই সিবিল স্কোর?

ভারতের বুকে যে কেউ চাইলেই ঋণ যেমন তুলতে পারেন না, তেমনই এই স্কোরও ঋণগৃহীতাকে যে কেউ দিতে পারে না। এই স্কোর প্রদানকারী মূল সংস্থাটি হল ক্রেডিট ইনফরমেশন ব্য়ুরো (ইন্ডিয়া) লিমিটেড। মূলত, এই স্কোরের উপরের ভিত্তি করেই একজন ব্যক্তিকে ঋণ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নির্ধারিত হয়।

একজন ঋণগৃহীতা যত ঋণের টাকা ফেরত দিতে ঢিলেমি দেবেন বা ঋণ খেলাপি করবেন তার সিবিল স্কোর তত কমবে। ৩০০ থেকে ৯০০ এর মধ্য়ে সিবিল স্কোর ঘোরঘুরি করে থাকে। বিশেষজ্ঞদের মতে, কমপক্ষে ৭৫০ সিবিল স্কোর সব সময় বজায় রাখা উচিত।

মৃত ব্যক্তির ঋণ কীভাবে শোধ হয়?

কিছু বিশেষ ক্ষেত্রে মৃত ঋণগৃহীতার পরিবার বা তাঁর সম্পত্তির নিলামির মাধ্যমে ঋণের টাকা শোধ করা হয়ে থাকে। কিন্তু সাধারণভাবে নিয়ম বলে, যদি কোনও ব্যক্তি ঋণ নেওয়ার পর মারা যান সেক্ষেত্রে তার সম্পত্তির নিলাম বা পরিবারের কাছ থেকে টাকা ফেরত নিতে পারবে না ঋণদাতা সংস্থা।