Isha Ambani: মুকেশ অম্বানীর মেয়ে ইশার মেয়ের বেতন কত জানেন?
Isha Ambani: অম্বানীর উত্তরাধিকারীদের কাঁধে রয়েছে বড় দায়িত্ব। বিরাট মাপের এই ব্যবসার দায়িত্ব যাতে তাঁরা আগামিদিনে কাঁধে তুলে নিতে পারেন, সে ব্যবস্থাও করেছেন মুকেশ অম্বানী। তাঁর তিন সন্তান- ইশা অম্বানী, আকাশ অম্বানী ও অনন্ত অম্বানী।
মুম্বই: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় জায়গা রয়েছে মুকেশ অম্বানীর। সম্প্রতি তাঁর কনিষ্ঠ সন্তান অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানের ধুমধাম নজর কেড়েছে গোটা বিশ্বের। বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতে কার্যত চাঁদের হাট বসেছিল গুজরাটের জামনগরে। জানা যায়, রিলায়েন্স কর্তা মুকেশের মোট সম্পত্তির পরিমান ৯৬৩ কোটি। তাই সাধারণ মানুষ মনে করেন, অম্বানীর সন্তানদের যে রোজগারের জন্য চিন্তা করতে হয় না কখনও।
তবে অম্বানীর উত্তরাধিকারীদের কাঁধে রয়েছে বড় দায়িত্ব। বিরাট মাপের এই ব্যবসার দায়িত্ব যাতে তাঁরা আগামিদিনে কাঁধে তুলে নিতে পারেন, সে ব্যবস্থাও করেছেন মুকেশ অম্বানী। তাঁর তিন সন্তান- ইশা অম্বানী, আকাশ অম্বানী ও অনন্ত অম্বানী।
অম্বানীদের ব্যবসা তথা রিলায়েন্স সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে ইশা অম্বানী। দীর্ঘদিন ধরেই সংস্থায় কাজ করতেন তিনি। ইকনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি ‘রিলায়েন্স রিটেল ভেনচারস লিমিটেডে’র সিইও হিসেবে মেয়ে ইশার নাম ঘোষণা করেছেন মুকেশ অম্বানী।
৩১ বছর বয়সী ইশা বেতন ছাড়াও পেয়ে থাকেন লাভের অংশ। জানা গিয়েছে, তাঁর বেতন বর্তমানে মাসে ৩৫ লক্ষ টাকা। অর্থাৎ বছরে প্রায় ৪.২ কোটি।
‘রিলায়েন্স রিটেল ভেনচারস লিমিটেডে’ নামে ওই সংস্থা ৮ হাজার ৩৬১ কোটি মূল্যের। দেশের বড় কর্পোরেট সংস্থাগুলির মধ্যে চার নম্বরে রয়েছে এই সংস্থা। প্রায় ১৮ হাজার ৫০০টি জায়গায় ব্যবসা চলে। সঙ্গে রয়েছে ডিজিটাল কমার্স প্লাটফর্মগুলিও। সেই সংস্থারই দায়িত্ব পেয়েছেন ইশা। বর্তমানে ইশা দুই সন্তানের মা। তাঁর দুই সন্তানের নাম কৃষ্ণা পীরামল ও আদিত্য পীরামল।