Smartphone Charger: ফোনে চার্জ দিয়ে চার্জার বোর্ডেই লাগিয়ে রেখে চলে যান? কত বড় ক্ষতি হতে পারে জানেন

Jul 16, 2024 | 3:37 PM

Smartphone Charger: অনেক সময় দেখা যায়, চার্জ দেওয়া হয়ে গেলে সেখানেই পড়ে থাকে চার্জার। সুইচ বোর্ডে লাগানো অবস্থাতেই চার্জার ফেলে রাখেন অনেকে। এমনকী সুইচটাও বন্ধ করতে ভুলে যান কেউ কেউ।

Smartphone Charger: ফোনে চার্জ দিয়ে চার্জার বোর্ডেই লাগিয়ে রেখে চলে যান? কত বড় ক্ষতি হতে পারে জানেন
স্মার্টফোন চার্জার

Follow Us

কলকাতা: স্মার্টফোন ছাড়া জীবনটাই প্রায় অচল। ফোন করা, মেসেজ করাই শুধু নয়, আরও অনেক কাজ করা যায় স্মার্টফোনের মাধ্যমেই। সবাই সাধারণত দিনের শেষে বাড়ি গিয়ে ফোনে চার্জ দিতেই পছন্দ করেন। আবার অনেকে কর্মক্ষেত্রেও ফোনের চার্জার সঙ্গে রাখেন, প্রয়োজনে চার্জও দেন। অনেক সময় দেখা যায়, চার্জ দেওয়া হয়ে গেলে সেখানেই পড়ে থাকে চার্জার। সুইচ বোর্ডে লাগানো অবস্থাতেই চার্জার ফেলে রাখেন অনেকে। এমনকী সুইচটাও বন্ধ করতে ভুলে যান কেউ কেউ।

এভাবে চার্জার ফেলে রাখলে অনেক ক্ষতি হতে পারে। চার্জার লাগানো থাকলে তাতে একটানা বিদ্যুৎ সংযোগ জারি থাকে। এভাবে দীর্ঘক্ষণ হতে থাকলে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। সাধারণভাবে এটি সামান্য বিষয় বলে মনে হলেও এর থেকে অনেক বড় ক্ষতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকক্ষণ চার্জার লাগিয়ে রাখলে অ্যাডাপটরটা গরম হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে সচেতন থাকা জরুরি। ফলে চার্জারটা খারাপও হয়ে যেতে পারে। শুধু তাই নয়, চার্জার লাগানো অবস্থায় জল লেগে গেলে শকও লেগে যেতে পারে।

তাই সবসময় চার্জ দেওয়ার পর চার্জার খুলে রাখা উচিত। সেই চার্জার শুকনো জায়গায় রাখা উচিত। এছাড়া খারাপ চার্জার কখনও ব্যবহার করা উচিত নয়। তার থেকে ফোনের ক্ষতি হতে পারে। ফেটেও যেতে পারে।শুধুমাত্র চার্জার নয়, যে কোনও ইলেকট্রনিক জিনিসই ব্যবহারের পর সুইচ বন্ধ করে রাখা প্রয়োজন। এসি চালানোর ক্ষেত্রেও সতর্ক করে থাকেন বিশেষজ্ঞরা।

Next Article