নয়া দিল্লি: পেটিএম নিয়ে মানুষের মনে ক্রমাগত কৌতূহল বাড়ছে। ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে আজ, শুক্রবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লেনদেন। ফলে অনেক পরিষেবায় পরিবর্তন হতে চলেছে। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইতিমধ্যেই। এনএইচআই- এর জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ব্যবহারকারীদের একটি নতুন ফাসট্যাগ নিতে হবে। বিশেষ করে যে সমস্ত ব্যবহারকারীদের ফাসট্যাগ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকে পাওয়া, তাদের অবিলম্বে এটি পরিবর্তন করতে হবে। যদি ফাসট্যাগ বদল না করা হয়, তাহলে দ্বিগুণ টাকা গুনতে হতে পারে। তাই আজই এটি পরিবর্তন করা জরুরি।
এছাড়াও আইবিআই (IBI) নতুন পেমেন্ট গ্রহণ করা থেকে Paytm পেমেন্ট ব্যাঙ্ক লিমিটেডও বন্ধ করেছে। এছাড়া ১৫ মার্চের পর ব্যাঙ্কে নতুন করে কেউ টাকা জমা করতে পারবেন না। আগে এই সময়সীমা ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ১৫ মার্চ করা হয়।
১. এছাড়া ইউপিআই আর আজ থেকে ব্যবহার করতে পারবেন না পেটিএম-এর গ্রাহকেরা।
২. পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে আর কোনও বেতন জমা পড়বে না।
৩. আজকের পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্টে আর কোনও ভর্তুকি জমা পড়বে না।
৪. ওয়ালেটে জমা থাকা টাকা ব্যবহার করা যাবে, তবে নতুন করে ও ওয়ালেট থেকে আর কোনও লেনদেন করা যাবে না।