যেন আস্ত খনি, এই বিল্ডিংয়ে জমা রয়েছে বিশ্বের সব ধনী ব্যক্তিদের সোনা! কোথায় জানেন?
নয়া দিল্লি: দেশ তথা বিশ্বে ধনী ব্যক্তিদের অভাব নেই। বিশ্বের মোট সম্পদের প্রায় ৮০ শতাংশই ধনীদের হাতে রয়েছে। তবে জানেন কি, আজকাল ধনী ব্যক্তিরা আর ব্যাঙ্কে ভরসা রাখছেন না! নিজেদের যাবতীয় সোনাদানা ব্যাঙ্কের লকারে রাখার বদলে, সিঙ্গাপুরে নিয়ে গিয়ে রাখছেন। ব্যাঙ্কের বদলে ধনী ব্যক্তিরা এখন অনেকেই বিদেশে সুরক্ষিত ভল্টে নিজেদের সোনা রাখছেন। টাকাপয়সা রাখার ক্ষেত্রে […]

নয়া দিল্লি: দেশ তথা বিশ্বে ধনী ব্যক্তিদের অভাব নেই। বিশ্বের মোট সম্পদের প্রায় ৮০ শতাংশই ধনীদের হাতে রয়েছে। তবে জানেন কি, আজকাল ধনী ব্যক্তিরা আর ব্যাঙ্কে ভরসা রাখছেন না! নিজেদের যাবতীয় সোনাদানা ব্যাঙ্কের লকারে রাখার বদলে, সিঙ্গাপুরে নিয়ে গিয়ে রাখছেন।
ব্যাঙ্কের বদলে ধনী ব্যক্তিরা এখন অনেকেই বিদেশে সুরক্ষিত ভল্টে নিজেদের সোনা রাখছেন। টাকাপয়সা রাখার ক্ষেত্রে যেমন সুইস ব্যাঙ্কে তাদের ভরসা, তেমনই সিঙ্গাপুরের ভল্টে রাখছেন সোনা। দ্রুত সিঙ্গাপুর “পূর্বের জেনেভা” হয়ে উঠছে।
সিএনবিসি-র রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরের এয়ারপোর্টের কাছে রয়েছে ‘দ্য রিজার্ভ’। ছয় তলা এই বিল্ডিং আসলে একটি প্রাইভেট ভল্ট। এখানে আনুমানিক ১.৫ বিলিয়ন ডলারের সোনা ও রুপোর বার জমা রাখা আছে। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ১২ হাজার ৫০০ কোটি টাকার কাছাকাছি।
কড়া নিরাপত্তায় মোড়া থাকে এই বিল্ডিং। এর ভিতরে হাজার হাজার সেফ ডিপোজিট বক্স আছে। এছাড়া একটা বিরাট বড় স্টোরেজ চেম্বার রয়েছে, যেখানে সমস্ত ধনী ব্যক্তিদের ধনসম্পত্তি মজুত রাখা হয়।
এই প্রাইভেট ভল্টের প্রতিষ্ঠাতা গ্রেগরসন জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসে জমা রাখা সোনাদানার পরিমাণ ৮৮ শতাংশ বেড়েছে। বিগত এক বছরে সোনা ও রুপোর বার বিক্রিও ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এই ভল্টে জমা রাখা সোনার পরিমাণও বেড়েছে।
কেন হঠাৎ সোনার বিক্রি বাড়ছে?
লেবানন, আলজেরিয়া, মিশরের মতো দেশে ধনী ব্যক্তিরা নিজেদের দেশের ব্যাঙ্কিং ব্যবস্থার উপরে ভরসা হারাচ্ছে। সেই কারণে তারা সোনা কিনে মজুত রাখছেন।
ফিজিকাল গোল্ডে ভরসা বাড়ছে- বর্তমানে পেপার গোল্ড বা ইটিএফের বদলে ফিজিক্যাল গোল্ড অর্থাৎ যে সোনা হাতে ধরা যায়, সেই সোনার উপরে ভরসা বাড়ছে। এতে আর্থিক ঝুঁকি কমে। এছাড়া ২০২৩ সালের সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সঙ্কটের পরও লোকজনের ভরসা ব্যাঙ্কের তুলনায় আসল সোনার উপরে বেড়েছে।
সিঙ্গাপুরেই কেন সোনা রাখছে সবাই?
অন্যান্য দেশের মতো রাজনৈতিক অস্থিরতা নেই সিঙ্গাপুরে। সেই কারণে ব্যাঙ্ক বন্ধ হওয়া বা অন্য কোনও আর্থিক ঝুঁকির সম্ভাবনা কম। এক সময়ে এই একই কারণে সুইৎজারল্যান্ডে যাবতীয় ধনসম্পত্তি জমা রাখতেন ধনী ব্যক্তিরা।
এছাড়া সিঙ্গাপুর থেকে সোনা আমদানি-রফতানিও সহজ। সিঙ্গাপুরকে ট্রানজিট সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছে।

