Investment: ২ হাজার টাকার SIP করেই জমবে ২ কোটি টাকা, মানুন শুধু এই ফর্মুলা…
SIP: বর্তমানে বিনিয়োগ বলতেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র কথাই মাথায় আসে। এসআইপি-তে আপনি মাত্র ২ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন এবং তা দিয়েই ২ কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন।
নয়া দিল্লি: জীবনে সঞ্চয়ের প্রয়োজনীয়তা কতটা, তা আর বলার দরকার রাখে না। ভবিষ্যত সুরক্ষিত করতে শুধুমাত্র টাকা জমালেই হবে না, প্রয়োজন সঠিক বিনিয়োগের। বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করলে, অল্প টাকা জমিয়েই কোটিপতি হওয়া যায়। এমনই এক ফর্মূলার হদিস রইল আজ।
বর্তমানে বিনিয়োগ বলতেই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-র কথাই মাথায় আসে। এসআইপি-তে আপনি মাত্র ২ হাজার টাকা দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন এবং তা দিয়েই ২ কোটি টাকার ফান্ড তৈরি করতে পারেন। এর জন্য আপনাকে মানতে হবে ২৫/২/৫/৩৫ ফর্মূলা।
কী এই বিনিয়োগ ফর্মুলা?
- ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে হবে।
- প্রতি মাসে ২০০০ টাকার এসআইপি করতে হবে।
- প্রতি বছর ৫ শতাংশ করে বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে।
- এই প্রক্রিয়া একটানা ৩৫ বছর ধরে অনুসরণ করতে হবে।
৩৫ বছর বিনিয়োগ করলেই অবসরের সময় আপনার জমা অর্থের পরিমাণ ২ কোটি টাকায় পৌঁছবে।
অর্থাৎ আপনি যদি ২০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করেন এবং পরের বছর বিনিয়োগের পরিমাণ ৫ শতাংশ বাড়ান, তবে এইভাবে বিনিয়োগ বাড়াতে বাড়াতে ৩৫ বছর পর আপনি মোট ২১ লক্ষ ৬৭ হাজার ৬৮০ টাকা বিনিয়োগ করবেন। যদি আপনি এসআইপি-তে গড়ে ১২ শতাংশ করে বার্ষিক রিটার্ন পান, তবে আপনার জমা টাকার সুদের পরিমাণ হবে ১ কোটি ৭৭ লক্ষ ৭১ হাজার ৫৩২ টাকা। বিনিয়োগ করা অর্থ ও সুদ মিলিয়ে মোট টাকার পরিমাণ হবে ১ কোটি ৯৯ লক্ষ ৩৯ হাজার ২২০ টাকা।
বিঃ দ্রঃ – এটি একটি শেয়ার বাজার এবং বিনিয়োগ সম্পর্কিত শিক্ষামূলক প্রতিবেদন। এই প্রতিবেদনের উদ্দেশ্য কখনই বিনিয়োগে উৎসাহিত করা বা মুনাফা কামানোর সহজ উপায় খুঁজে দেওয়া নয়। শেয়ার বাজারের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোই এই প্রতিবেদনের অন্যতম লক্ষ্য। উল্লেখ্য, শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ।