Kolkata থেকে ১ ঘন্টায় Lucknow, ২ ঘণ্টায় Delhi! এবার আসছে এমন গতির ট্রেন
High Speed Train: এবার আসতে চলেছে নতুন এক গতির ট্রেন, যে ট্রেন কলকাতা থেকে লখনউ নিয়ে চলে যেতে পারে মাত্র ১ ঘণ্টায়। জানা গিয়েছে এই ট্রেন এখনও পরীক্ষার স্তরে রয়েছে। তবে, বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহণের আগে এই ট্রেন অন্তত ৬ লক্ষ কিলোমিটার দৌড়াবে।

কলকাতা থেকে লখনউ দূরত্ব ৯৯৫ কিলোমিটারের মতো। প্লেনে করে এই দূরত্ব যেতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। প্লেনে আবার একাধিক চেকিং থাকে। ফলে, আরও বেশি কিছুটা সময় লেগে যায়। আবার ট্রেনে করে কলকাতা থেকে লখনউ যেতে সময় লাগে ১৫ ঘণ্টার কিছুটা কম। কিন্তু এবার আসতে চলেছে নতুন এক গতির ট্রেন, যে ট্রেন কলকাতা থেকে লখনউ নিয়ে চলে যেতে পারে মাত্র ১ ঘণ্টায়। দিল্লি যেতে এই ট্রেনের লাগবে ২ ঘন্টার আশেপাশে।
আসলে, চিনে নতুন এক ট্রেন চালু হতে চলেছে। জাস্ট কয়েক দিন আগেই সেই ট্রেনের ট্রায়াল রানও হয়ে গিয়েছে। CR450 নামের এই ট্রেন ট্রায়াল রানের সময়ই ঘণ্টায় ৮৯৬ কিমি গতিবেগ তুলেছিল। অর্থাৎ, কলকাতা থেকে ৯৯৫ কিলোমিটার দূরের লখনউ পৌঁছতে এই ট্রেনের সময় লাগবে ১ ঘণ্টার কিছুটা বেশি।
জানা গিয়েছে, চিনের এই CR450 এই ট্রেন চলবে চলবে সাংহাই-চেংদু রুটে। ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে চলা এই ট্রেন হতে চলেছে দুনিয়ার চবচেয়ে বেশি গতিশীল ট্রেন। প্রসঙ্গত, জাপানের ম্যাগলেভ ট্রায়াল রানের সময় ৬০৩ কিলোমিটার গতিবেগ তুলেছিল। আর সেই ট্রেনকেই ছাপিয়ে গেল নতুন এই ট্রেনের গতি।
জানা গিয়েছে এই ট্রেন এখনও পরীক্ষার স্তরে রয়েছে। তবে, বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহণের আগে এই ট্রেন অন্তত ৬ লক্ষ কিলোমিটার দৌড়াবে। চায়না অ্যাকাডেমি অফ রেলওয়ে সাইন্স এই ট্রেনটি তৈরি করেছে। মনে করা হচ্ছে, এই ট্রেনই ট্র্যাকে দৌড়াবে ঘণ্টায় ৪০০ কিলোমিটার বেগে।
