নয়া দিল্লি: বাড়ি থেকে দূরে থাকেন, এদিকে নিজের হাত পুড়িয়ে রান্না করতে নারাজ? এইরকম পরিস্থিতিতে পড়লে সকলেরই ভরসা হয় একমাত্র বাইরের রেস্তোরাঁর খাবার। রোজ বাইরের খাবার খেয়ে খেয়ে একদিকে যেমন মুখে রুচি চলে যায়, তেমনই আবার শরীর খারাপও হয়। তবে চিন্তার দিন শেষ, এবার থেকে অনলাইনেই পাবেন বাড়ির মতো খাবার। আপনার জন্য এই পরিষেবা আনছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জ়্যোমাটো (Zomato)। সংস্থার তরফে ঘোষণা করা হল নতুন এক পরিষেবা, যেখানে অত্যন্ত কম দামেই পাওয়া যাবে বাড়ির স্বাদের খাবার (Home Cooked Meal)। রেস্তোরাঁর শেফ নয়, এই খাবার রান্না করবেন বাড়ির ‘শেফ’রাই। নতুন এই পরিষেবার নাম দেওয়া হয়েছে “জ়্যোমাটো এভরিডে” (Zomato Everyday)। এই নতুন পরিষেবার অন্যতম বড় আরেকটি আকর্ষণ হল খাবারের দাম। জ্যো়মাটোর তরফে জানানো হয়েছে, “জ়্যোমাটো এভরিডে”-তে খাবারের ন্যূনতম দাম শুরু হচ্ছে মাত্র ৮৯ টাকা থেকে।
সম্প্রতিই জ়্যোমাটোর তরফে ১০ মিনিট ডেলিভারি পরিষেবা আনা হয়েছিল। কিন্তু এত কম সময়ে ডেলিভারি করার ঠেলায় ডেলিভারি এজেন্টরা দুর্ঘটনার মুখে পড়তে পারেন, এই সম্ভাবনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে নতুন উদ্যোগ। এবার সেই পরিষেবা বন্ধ করেই,তার বদলে “জ়্যোমাটো এভরিডে” পরিষেবা চালু করা হল। আপাতত গুরুগ্রামের নির্দিষ্ট কিছু এলাকাতেই এই পরিষেবা পাওয়া যাবে। পরে তা দেশজুড়ে চালু করা হবে।
জ়্যোমাটোর তরফে একটি ব্লগ পোস্টে বলা হয়েছে, “আমাদের ফুড পার্টনাররা ঘরে যারা রান্না করেন বা হোম শেফদের সঙ্গে মিলিতভাবে এক নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। বাড়িতে মায়েরা যেমনভাবে স্নেহ-ভালবাসা দিয়ে রান্না করেন, সেভাবেই প্রত্য়েকটি খাবারকে বাড়ির রান্নার মতোই রাঁধা হবে এবং তা কয়েক মিনিটের মধ্যে আপনার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। উন্নত মানের উপাদান ব্য়বহার করায় এই খাবার শুধুমাত্র সুস্বাদুই হবে না, একইসঙ্গে খাবারের মানও খুব ভাল হবে। জ্য়োমাটোর মাধ্যমে অর্ডার করাও অত্যন্ত সহজ- আপনাদের শুধুমাত্র মেনু থেকে নিজের পছন্দসই খাবার বেছে নিন, কয়েক মিনিটের মধ্যেই সেই খাবার আপনার বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে।”
জ্য়োমাটোর তরফে জানানো হয়েছে, বাড়ির মতো খাবারের পরিষেবায় দামও অত্যন্ত সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। মাত্র ৮৯ টাকা থেকে শুরু হচ্ছে খাবারের দাম। তবে এর মধ্য়ে ডেলিভারি ফি যোগ করা নেই। তবে আপনার যদি জ়্যোমাটো গোল্ড পরিষেবা থাকে, তবে আপনাকে ডেলিভারি ফি-ও দিতে হবে না।