Zomato: এক সঙ্গে একাধিক রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার যাবে এই অ্যাপে
জানা গিয়েছে, জোমাটোর গ্রাহকরা চারটি রেস্তোরাঁ থেকে এক সঙ্গে অর্ডার করতে পারবেন। চারটি রেস্তোরাঁর পছন্দের খাবার কার্টে রাখতে পারবেন গ্রাহকরা। এ নিয়ে জোমাটোর এক মুখপাত্র বলেছেন, “আমরা ক্রমাগত নিজেদের আপডেট করি এবং নতুন কিছু গ্রহণ করি। এ বার থেকে একাধিক কার্টে খাবার যোগ করতে পারবেন।”
নয়াদিল্লি: জোমাটোর মাধ্যমে দেশের লক্ষাধিক মানুষ খাবার অর্ডার করে থাকেন। তবে একই সময়ে কেবল মাত্র একটি রেস্তোরাঁ থেকেই খাবার অর্ডার করা যেত। একাধিক রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে গেলে একাধিক বার অর্ডার করার প্রয়োজন হত। কিন্তু খাবার অর্ডার করার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনল জোমাটো। এখন থেকে কোনও গ্রাহক একই সঙ্গে একাধিক রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করতে পারবেন। জোমাটো তাদের আপগ্রেড অ্যাপে এনেছে নতুন ফিচার। এর জেরে একাধিক রেস্তোরাঁ থেকে একেবারেই পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।
জানা গিয়েছে, জোমাটোর গ্রাহকরা চারটি রেস্তোরাঁ থেকে এক সঙ্গে অর্ডার করতে পারবেন। চারটি রেস্তোরাঁর পছন্দের খাবার কার্টে রাখতে পারবেন গ্রাহকরা। এ নিয়ে জোমাটোর এক মুখপাত্র বলেছেন, “আমরা ক্রমাগত নিজেদের আপডেট করি এবং নতুন কিছু গ্রহণ করি। এ বার থেকে একাধিক কার্টে খাবার যোগ করতে পারবেন।”
অনলাইন অর্ডারের দুনিয়ায় গোটা দেশে লড়াই চলে মূলত জোমাটো ও সুইগির মধ্যে। জোমাটো শুরু থেকে এগিয়ে থাকলেও সুইগির উত্থান চাপে ফেলেছে জোমাটোকে। মার্কেট শেয়ার ধরে রাখতে মরিয়া জোমাটো চাইছে আরও বেশি খাবারের অর্ডার এক সঙ্গে প্রসেস করতে। সেই লক্ষ্যেই এই নিয়ম চালু করল বলে জানা গিয়েছে।