Recruitment: একাধিক জেলায় শিশু কল্যাণ কমিটিতে সদস্য ও চেয়ারপার্সন নিয়োগ, কতদিন আবেদন করা যাবে?
Recruitment in Child welfare committees: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতটি জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য নিয়োগ করা হবে। জেলাগুলি হল, বাঁকুড়া, হাওড়া, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কালিম্পং। প্রত্যেকটি জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য হিসেবে চার জন করে নিয়োগ করা হবে। কালিম্পং ছাড়া বাকি ৬টি জেলায় শিশু কল্যাণ কমিটিতে এক জন করে চেয়ারপার্সন নিয়োগ করা হবে।

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া চলছে। আবার বিভিন্ন ক্ষেত্রে অস্থায়ী কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। সেইসব নিয়োগের খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে টিভি৯ বাংলা। এবার বিভিন্ন জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য ও চেয়ারপার্সন পদে নিয়োগের জন্য আবেদনের সুযোগ। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৭টি জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য নিয়োগ করা হবে। আর ৬টি জেলায় চেয়ারপার্সন নিয়োগ করা যাবে। জেনে নিন, কারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন কবে?
কোন কোন জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য নিয়োগ করা হবে?
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতটি জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য নিয়োগ করা হবে। জেলাগুলি হল, বাঁকুড়া, হাওড়া, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং কালিম্পং। প্রত্যেকটি জেলায় শিশু কল্যাণ কমিটির সদস্য হিসেবে চার জন করে নিয়োগ করা হবে। কালিম্পং ছাড়া বাকি ৬টি জেলায় শিশু কল্যাণ কমিটিতে এক জন করে চেয়ারপার্সন নিয়োগ করা হবে।
শিশু কল্যাণ কমিটির সদস্য কিংবা চেয়ারপার্সন পদের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হতে হবে। এবং ৬৫ বছরের কম হতে হবে। ৬৫ বছরের বেশি বয়সীদের আবেদন গ্রাহ্য হবে না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিশু কল্যাণ কমিটির সদস্য ও চেয়ারপার্সনের পদের জন্য আবেদনকারীর শিশু মনোবিজ্ঞান কিংবা সাইক্রিয়াটিকে ডিগ্রি থাকতে হবে। শিশুদের কল্যাণ সম্পর্কিত কাজে ৭ বছর যুক্ত থাকতে হবে।
কাদের আবেদন গ্রাহ্য হবে না?
তবে বিদেশি অনুদান পায়, এমন কোনও সংগঠনের সঙ্গে যুক্তরা শিশু কল্যাণ কমিটির সদস্য কিংবা চেয়ারপার্সন হতে পারবেন না। সদস্য কিংবা চেয়ারপার্সন থাকাকালীন কোনও রাজনৈতিক দলের কোনও পদে থাকা চলবে না। কিংবা কোনও পূর্ণ সময়ের কাজও করা যাবে না।
কীভাবে আবেদন করবেন?
সদস্য ও চেয়ারপার্সন পদের জন্য শুধুমাত্র অনলাইনে আবেন করা যাবে। পোস্টের মাধ্যমে কিংবা ইমেলে আবেদন পাঠানো যাবে না। https://wcdsw.wb.gov.in এবং https://wcdsw.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। ২৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন জানানো যাবে।
