AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBPSC Vacancy Details : গান নিয়ে ভবিষ্যৎ গড়ার সখ? বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের, বিস্তারিত জেনে নিন

WBPSC Vacancy Details : রাজ্যে গানের জন্য অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৭ অক্টোবর পর্যন্ত করা যাবে আবেদন।

WBPSC Vacancy Details : গান নিয়ে ভবিষ্যৎ গড়ার সখ? বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের, বিস্তারিত জেনে নিন
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)/ ট্রেইনড গ্র্যাজুয়েট টিচার (TGT)/ প্রাইমারি টিচার (PRT) পদে নিয়োগ করা হচ্ছে। ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, গণিত, শারীরবিদ্যা, অ্যাকাউন্টেন্সি, রাষ্ট্রবিজ্ঞান ও সংগীতের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছে।
| Edited By: | Updated on: Sep 21, 2022 | 3:10 AM
Share

গান অনেকের কাছেই প্রাণের আরাম। তাই গানকে ভালবেসে তাকে সঙ্গী করেই জীবনপথে এগিয়ে যান বহু মানুষ। গান নিয়ে পড়াশোনা করে কেরিয়ার হিসেবে গানকেই বেছে নেন। সেইসব গান পাগলদের জন্য রইল সুখবর। রাজ্যে মিউজিকের জন্য অ্যাসিসট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থা :

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commission)

পদের নাম :

অ্যাসিসট্যান্ট প্রফেসর (Assistant Professor)

মোট শূন্যপদের সংখ্যা :

মোট ৩ টি পদের জন্য নিয়োগ করা হবে।

বেতন :

মাস গেলে বেতন মিলবে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা :

WBPSC এর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এম.এড ও স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে।

বয়সসীমা :

২০১৯ সালের ১ জানুয়ারি অনুযায়ী, প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

আবেদন পদ্ধতি :

অনলাইনেই করতে হবে আবেদন। আবেদন করতে যান সরকারি ওয়েবসাইট -pscwbapplication.in

আবেদন মূল্য :

তফসিলি উপজাতি, জনজাতি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না। বাকি ক্যাটেগরির প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ২১০ টাকা করে দিতে হবে।

নির্বাচন পদ্ধতি :

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ :

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। আর আবেদন করা যাবে ১৭ অক্টোবর পর্যন্ত।

সরকারি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন