AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Best Engineering Colleges of India: IIT-তে সুযোগ পাননি? কুছ পরোয়া নেহি! রইল দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার সেরা ঠিকানা

Best Engineering Colleges of India: দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে অনেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বোনেন। সেই কারণে দেশের বিভিন্ন আইআইটিগুলির প্রায় সকলের প্রথম পছন্দ। কিন্তু সকলে সেখানে চান্স পান না। যদিও প্রায় সব রাজ্যে বহু ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তবে তার মধ্যে সেরা কোনটা?

Best Engineering Colleges of India: IIT-তে সুযোগ পাননি? কুছ পরোয়া নেহি! রইল দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং পড়ার সেরা ঠিকানা
| Updated on: May 15, 2025 | 7:18 PM
Share

দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে অনেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বোনেন। সেই কারণে দেশের বিভিন্ন আইআইটিগুলির প্রায় সকলের প্রথম পছন্দ। কিন্তু সকলে সেখানে চান্স পান না। যদিও প্রায় সব রাজ্যে বহু ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তবে তার মধ্যে সেরা কোনটা?

আসন সংখ্যা সীমিত থাকার কারণে ২৩টি আইআইটিতে মাত্র ১৬,০০০ মতো শিক্ষার্থী ভর্তি হতে পারেন। ১,৫৬৭টি মহিলা শিক্ষার্থীদের জন্য সুপারনিউমারারি আসন ছিল। যেহেতু আইআইটিগুলিতে মোট ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের সংখ্যার খুব কমই, তাই জেইই অ্যাডভান্সডের সংক্ষিপ্ত তালিকাভুক্ত না হলে আপনি যে কলেজগুলিতে আবেদন করতে পারবেন তা হল –

National Institutes of Technology (NITs) –

National Institutes of Technology (NITs) কেন্দ্রীয় সরকার কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এনআইটিগুলি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন ধরণের কোর্স অফার করা হয়। সারা দেশে ৩২টি এনআইটি রয়েছে। এই প্রতিষ্ঠানগুলিতে ভর্তি জেইই মেইনের মাধ্যমে করা হয়। স্কোর এবং র‍্যাঙ্কের ভিত্তিতে, প্রার্থীদের বিভিন্ন এনআইটি বরাদ্দ করা হয়।

Indian Institutes of Information Technology (IIITs) –

সারা দেশে ২৫টি Indian Institutes of Information Technology (IIITs) রয়েছে। মোট IIIT-র মধ্যে ২০টি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে পরিচালিত হয়। বাকি পাঁচটি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকারের তহবিলে পরিচালিত হয়। এগুলিও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। IIIT-গুলি তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ অধ্যয়নের উপর কোর্স অফার করে। যারা IIIT-তে ভর্তি হতে চান তাদের JEE মেইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Birla Institute of Technology & Science (BITS), Pilani –

পিলানির বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স (বিআইটিএস) নামে একটি ডিমিড বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে ডিগ্রি অর্জনের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়। যারা বিআইটিএস পিলানিতে ভর্তি হতে চান তাদের বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স ভর্তি পরীক্ষা (বিআইটিএসএটি) দিতে হবে। হায়দ্রাবাদ, মুম্বই, গোয়া এবং দুবাইতে অবস্থিত অন্যান্য বিআইটিএস-এ ভর্তির জন্যও বিআইটিএসএটি পরিচালিত হয়।

Guru Gobind Singh Indraprastha University (GGSIPU), Delhi – গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি আগে IPU CET নামে নিজস্ব প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করত। কিন্তু এখন JEE মেইন স্কোরের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ করে দেয়। তাই, যারা GGSIP বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং করতে আগ্রহী তাদের JEE মেইন পাস করতে হবে।

Vellore Institute of Technology (VIT), Vellore, Chennai –

ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি একটি স্ব-অর্থায়নকারী প্রতিষ্ঠান। ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার (VITEEE) স্কোরের ভিত্তিতে VIT-তে স্নাতক প্রোগ্রামে ভর্তি প্রদান করা হয়।