চাকরির জন্য শহরে ছেড়ে বাইরের রাজ্যে যাওয়া এখন জলভাত হয়ে গিয়েছে। তবে এবার রাজ্যে কেন্দ্রীয় সংস্থায় কর্মসংস্থানের দরজা খুলে গেল। সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (CDAC)-এ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রাজ্যে নিয়োগ চলছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং (Centre for Development of Advanced Computing)
পদের নাম :
এক্সিকিউটিভ ডিরেক্টর (Executive Director)
শূন্যপদের সংখ্যা :
৩ টি পদে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল :
কেরলের তিরুবনন্তপুরম, পঞ্জাবের মোহালি ও পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা :
CDAC-র তরফে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীকে BE/ B.Tech, স্নাতক, স্নাতকোত্তর ও কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স / তথ্যপ্রযুক্তি/ ইলেকট্রনিক্স / কমিউনিকেশনস / ইলেক্ট্রিকাল/ টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন পিএইচডি করতে হবে।
বয়সসীমা :
১৬ অগস্ট অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়স ৫৮ বছর হতে হবে।
আবেদন মূল্য :
এই পদে আবেদনের জন্য কোনও ফি লাগবে না।
নির্বাচন পদ্ধতি :
ইন্টারভিউয়ের মাধ্য়মেই চূড়ান্ত প্রার্থী বাছাই হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনেই করা যাবে আবেদন।
আবেদনের শেষ তারিখ :
১৬ অগস্ট অবধি করা যাবে আবেদন।
বেতন :
প্রতি মাসে বেতন ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা।
সরকারি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
আবেদন করতে ক্লিক করুন