CBI recruitment 2022: সেন্ট্রাল ব্যাঙ্কের অফিসার পদে চাকরির সুযোগ, বেতন অনেক, জীবন তৈরি হয়ে যাবে
অফিসার ইন স্পেশ্যালিস্ট ক্যাটেগরি পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া চলছে। ১৭ অক্টোবর অবধি এই পদগুলিতে আবেদন করা যাবে
কলকাতা: যেসব চাকরিপ্রার্থীরা ব্যাঙ্কে চাকরি করতে চান, তাদের জন্য সুখবর। সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসার ইন স্পেশ্যালিস্ট ক্যাটেগরি পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া চলছে। ১৭ অক্টোবর অবধি এই পদগুলিতে আবেদন করা যাবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা centralbankofindia.co.in. ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে্ ১১০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন ফি: সাধারণ, ওবিসি এবং ইডাব্লুএস প্রার্থীদের জন্য ৮৫০ টাকা আবেদন ফি লাগবে। এছাড়া অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের ১৭৫ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদন পদ্ধতি
কয়েকটি নির্দিষ্ট পদ্ধতি মেনে এই পদে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন জেনে নিন…
প্রথমেই সেন্ট্রাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in এ চলে যেতে হবে।
সেখানে গিয়ে “Recruitment”-এ ক্লিক করতে হবে।
সেখানে গিয়ে Recruitment of Officers in specialist category- 2022-23 – Residual Vacancy in various streams এ ক্লিক করতে হবে।
নাম নথিভুক্ত করে আবেদন এগিয়ে নিয়ে যেতে হবে। যাবতীয় প্রয়োজনীয় তথ্য পূরণ করার পর নথি আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনপত্রের কপি ভবিষ্যতে ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখতে হবে।
শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।