AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Judicial Service: বিচার ব্যবস্থায় হবে নিয়োগ, হাতে সময় একদম কম!

Civil Judge Junior Division Recruitment: পশ্চিমবঙ্গের জুডিশিয়াল সার্ভিস এগজামিনেশন ২০২৪-এর একাধিক পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। https://psc.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন।

West Bengal Judicial Service: বিচার ব্যবস্থায় হবে নিয়োগ, হাতে সময় একদম কম!
বিচার ব্যবস্থায় হবে নিয়োগ, হাতে সময় একদম কম!Image Credit: Bhaswaran Bhattacharya/ INDIAPICTURE/Universal Images Group via Getty Images
| Updated on: Nov 07, 2025 | 2:56 PM
Share

পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থায় হতে চলেছে নিয়োগ। পশ্চিমবঙ্গের জুডিশিয়াল সার্ভিস এগজামিনেশন ২০২৪-এর একাধিক পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।

কোন পদে নিয়োগ?

পশ্চিমবঙ্গের জুডিশিয়াল সার্ভিসের সিভিল জাজ (জুনিয়র ডিভিশন)

কত পদে নিয়োগ?

৫৪

পে স্কেল কত?

২৭,৭০০-৭৭০-৩৩০৯০-৯২০-৪০৪৫০-১০৮০-৪৪৭৭০/- (প্রি রিভাইজড)

কী ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন?

  • ভারতের নাগরিক হতে হবে। বিদেশি নাগরিক হলে ভারত সরকারের দ্বারা এই ধরনের কোনও পরীক্ষায় বসার জন্য যোগ্য ঘোষিত হতে হবে।
  • কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনও কলেজ বা প্রতিষ্ঠান থেকে আইনের ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
  • নিয়োগের বিজ্ঞাপন যে দিন বেরিয়েছে সেই দিন কোনও রাজ্য বা কেন্দ্রশাষিত অঞ্চলের বার কাউন্সিলের তালিকায় আইনজীবী হিসাবে নথিভুক্ত থাকতে হবে।
  • বাংলা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের জন্য ভাষার এই বাধ্যবাধকতা নেই।

কীভাবে অ্যাপ্লাই করবেন?