Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coal India Recruitment : কোল ইন্ডিয়ায় HR থেকে PR সহ একাধিক পদে নিয়োগ করা হবে, ৭ অগাস্ট অবধি করা যাবে আবেদন

Coal India Recruitment : কোল ইন্ডিয়ায় একাধিক বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। ৭ অগাস্ট অবধি করা যাবে আবেদন।

Coal India Recruitment : কোল ইন্ডিয়ায় HR থেকে PR সহ একাধিক পদে নিয়োগ করা হবে, ৭ অগাস্ট অবধি করা যাবে আবেদন
কোল ইন্ডিয়ার একাধিক পদে চাকরির সুযোগ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 9:15 AM

রাষ্ট্রায়াত্ত সংস্থা কোল ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সংস্থা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, একাধিক বিভিন্ন পদে নিয়োগ করা হবে। মোট ৪৮১ টি পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি জেনে নিন।

পদের নাম :

পার্সোনেল এবং এইচআর (Personnel & HR)

মোট শূন্যপদ :

মোট ১৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

স্নাতক হওয়ার পাশাপাশি ম্যানেজমেন্ট নিয়ে কমপক্ষে দু’ বছরের স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমা করতে হবে।

পদের নাম :

পরিবেশ (Environment)

মোট শূন্যপদ :

৬৮ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

পরিবেশ ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ শতাংশ নম্বর সহ ডিগ্রি কোর্স করতে হবে।

পদের নাম :

ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (Materials Management)

মোট শূন্যপদ :

১১৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইলেট্রিক্য়াল বা মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এর পাশাপাশি এমবিএ বা পিজি ডিপ্লোমা করতে হবে। এবং কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।

পদের নাম :

মার্কেটিং অ্যান্ড সেলস (Marketing & Sales)

মোট শূন্যপদ :

১৭ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ মার্কেটিংয়ে দু’ বছরের এমবিএ বা পিজি ডিপ্লোমা কোর্স করতে হবে।

পদের নাম :

কমিউনিটি ডেভেলপমেন্ট (Community Development)

মোট শূন্যপদ :

৭৯ টি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিটি ডেভেলপমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট বা কমিউনিটি অর্গানাইজেশনে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর বা দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে হবে।

এছাড়াও লিগ্যাল, পাবলিক রিলেশন, কোম্পানি সেক্রেটারির একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে ক্লিক করুন 

বয়সসীমা :

৩১ মে অনুযায়ী আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারে সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনেই করা যাবে আবেদন।

আবেদন ফি :

জিএসটি চার্জ নিয়ে ১১৮০ টাকা আবেদন ফি দিতে হবে প্রার্থীদের। তবে SC/ST/PWD প্রার্থীদের এই আবেদন ফি লাগবে না।

আবেদনের শেষ তারিখ :

৭ অগাস্ট অবধি করা যাবে আবেদন

নিয়োগ পদ্ধতি :

কম্পিউটারে বেসড অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন 

আবেদন করতে ক্লিক করুন

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'