IGI Recruitment 2023: উচ্চ মাধ্যমিক পাশে বিমানবন্দরে কাজের সুযোগ, শীঘ্রই আবেদন করুন
কাস্টমার সার্ভিস এজেন্ট পদের জন্য মোট ১০৮৬টি পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

নয়া দিল্লি: আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? সরকারি চাকরি খুঁজছেন? উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগ করবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (IGI) বিমানবন্দর। কাস্টমস সার্ভিস এজেন্ট (CSA) পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, দিল্লি বিমানবন্দরে গ্রাহক পরিষেবা এজেন্টের মোট ১,০৮৬টি পদে নিয়োগ করা হবে।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২১ জুন, ২০২৩। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। যদিও পরীক্ষা ও ফলাফল প্রকাশের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে CSA পদের আবেদনের যোগ্যতা CSA পদের জন্য আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে প্রার্থীদের বয়স ১৮ বছরের বেশি এবং ৩০ বছরের কম চাওয়া হয়েছে।
IGI অ্যাভিয়েশন শূন্যপদের বিবরণ কাস্টমার সার্ভিস এজেন্ট পদের জন্য মোট ১০৮৬টি পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা ২৫,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
নির্বাচন পদ্ধতি ১) IGI বিমানবন্দরে CSA পদের জন্য লিখিত পরীক্ষা ও লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ২) লিখিত পরীক্ষায় ১০০টি বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। ৩) প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর নির্ধারণ করা হয়েছে। ৪) যে প্রশ্নের উত্তর দেওয়া হবে না তার জন্য কোনও নম্বর দেওয়া হবে না। ৫) ইংরেজি এবং হিন্দি ভাষায় পরীক্ষা হবে। ৬) এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কিং নেই।
উল্লেখ্য, আবেদন করার সময় প্রার্থীদের পরীক্ষাকেন্দ্র মনোনয়ন করার সুযোগ রয়েছে। তবে নির্বাচিত পরীক্ষার কেন্দ্র স্থির হয়ে যাওয়ার পর সেটা কোনও অবস্থাতেই পরিবর্তন করা হবে না। ফলে সকল প্রার্থীকে ফর্ম পূরণের সময় সাবধানে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কয়েকদিন পর অ্যাডমিট কার্ড দেওয়া হবে। প্রার্থীরা ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত দেখতে পারবেন।
