গার্ডেনরিচ শিপবিল্ডার্সে ২৪৬ জনকে নিয়োগ করা হবে, দেখুন কারা আবেদনের যোগ্য
৩০ সেপ্টেম্বর থেকে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এই পদে আবেদনের জন্য আইটিআই পাশ করা বাধ্যতামূলক। আইটিআই পরীক্ষায় প্রাপ্ত মার্কসের ভিত্তিতেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

কলকাতা: কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ২৪৬টি পদে নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস হিসাবে এই নিয়োগ করা হবে। এই পদে যাঁরা আবেদন করতে চান, তাঁদের অনলাইনে আবেদন করতে হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
৩০ সেপ্টেম্বর থেকে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এই পদে আবেদনের জন্য আইটিআই পাশ করা বাধ্যতামূলক। আইটিআই পরীক্ষায় প্রাপ্ত মার্কসের ভিত্তিতেই বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। তার পর অবশ্য পার্সোনাল ইন্টারভিউ দিতে হবে। সেই সব পরীক্ষার সময়, স্থানের ব্যাপারে পরবর্তী কালে জানানো হবে।
অনলাইনের এই সব পদের জন্য আবেদন করতে হবে। আবেদনের পর অ্যাকনলেজমেন্ট স্লিপের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।
