IAF Recruitment: শুরু হচ্ছে বায়ুসেনায় নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? কারা যোগ্য, বেতন কত?
IAF Recruitment: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের তাদের নিকটতম এয়ার ফোর্স স্টেশনে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। কী ভাবে আবেদন করবেন? কত পদে হবে নিয়োগ? বেতন কত? রইল বিস্তারিত।

ভারতীয় বায়ুসেনা (IAF) ২০২৫ সালের জন্য গ্রুপ C বেসামরিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল। যোগ্যতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকা প্রার্থীরা ১৫ জুনের মধ্যে আবেদনপত্র করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের তাদের নিকটতম এয়ার ফোর্স স্টেশনে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। কী ভাবে আবেদন করবেন? কত পদে হবে নিয়োগ? বেতন কত? রইল বিস্তারিত।
১৫৩টি শূন্যপদে নিয়োগ
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৫৩টি বেসামরিক পদে প্রার্থী নিয়োগ করা হবে।
পদগুলোর মধ্যে রয়েছে:
মাল্টি-টাস্কিং স্টাফ (MTS), ক্লার্ক, হিন্দি টাইপিস্ট, রাঁধুনি (কুক), স্টোর কিপার, কার্পেন্টার, পেইন্টার ইত্যাদি।
এই পদগুলোতে সাধারণ, ওবিসি, এসসি, এসটি এবং ইডব্লিউএস শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। প্রতিবন্ধী ও প্রাক্তন প্রতিরক্ষা কর্মীদের জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে মাল্টি-টাস্কিং স্টাফ (MTS) পদে।
যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা (পদ অনুযায়ী):
Lower Division Clerk (LDC): ১২ শ্রেণি পাশ; ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ এবং হিন্দিতে ৩০ শব্দ টাইপের ক্ষমতা।
Hindi Typist: ১২ শ্রেণি পাশ; ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দ এবং হিন্দিতে ৩০ শব্দ টাইপের ক্ষমতা।
Store Keeper: ১২ শ্রেণি বা সমতুল্য পাশ।
Civilian Mechanical Transport Driver: মাধ্যমিক পাশ; হালকা ও ভারী যানবাহন চালনার লাইসেন্স আবশ্যক।
Cook: দশম শ্রেণি পাশ; ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা এবং ১ বছরের অভিজ্ঞতা।
Painter/Carpenter (Skilled): দশম শ্রেণি পাশ; সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট অথবা প্রাক্তন সেনা।
House Keeping Staff (HKS): দশম শ্রেণি বা সমতুল্য পাশের প্রমাণ।
Laundryman/Mess Staff: দশম শ্রেণি পাশ; ১ বছরের অভিজ্ঞতা।
Multi-Tasking Staff (MTS): দশম শ্রেণি পাশ; ১ বছরের অভিজ্ঞতা।
Vulcaniser: দশম শ্রেণি বা সমতুল্য; প্রাক্তন সেনা হলে অগ্রাধিকার।
বয়সসীমা – ১৮ থেকে ২৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় রয়েছে।
বেতন কাঠামো
Level-1 পদ (MTS, Mess Staff, Laundryman, HKS, Vulcaniser): সপ্তম পে কমিশনের Pay Matrix অনুযায়ী।
Level-2 পদ (LDC, Hindi Typist, Store Keeper, CMTD, Cook, Painter, Carpenter): সপ্তম পে কমিশনের Pay Matrix অনুযায়ী।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে আবেদনপত্র যাচাই হবে। তারপর লিখিত পরীক্ষা। সঙ্গে দক্ষতা, ব্যবহারিক জ্ঞান এবং, শারীরিক পরীক্ষা হবে। সবেতে পাশ করলে বাকি ডকুমেন্ট যাচাই ক্রে দেখা হবে।
আবেদন করবেন কী ভাবে?
শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, বয়সের প্রমাণ, কারিগরি প্রশিক্ষণ (যদি থাকে), অভিজ্ঞতার শংসাপত্র (যদি প্রযোজ্য হয়), জাতিগত শংসাপত্র, EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য), প্রাক্তন সেনাদের জন্য Discharge Book-এর কপি, প্রতিবন্ধকতার শংসাপত্র (যদি প্রযোজ্য) হয়। এই সব ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেশন বা নিজের সই থাকতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি ছবি আবেদনপত্রে লাগিয়ে দিতে হবে। আবেদনপত্রের ফর্ম ডাউনলোড করে নেবেন। আরও দুটি অতিরিক্ত ছবি একই সঙ্গে দিয়ে দিন।
একটি খামে সব ডকুমেন্ট রেখে দিন। ১০ টাকার একটি ডাকটিকিট লাগানো থাকবে। খামের উপর ইংরেজি বা হিন্দিতে ঠিকানা লেখা থাকবে।
খামের উপর পোস্টের নাম ও শ্রেণি লিখুন – “APPLICATION FOR THE POST OF ______ AND CATEGORY ______“।
বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন সংশ্লিষ্ট এয়ার ফোর্স স্টেশনে পাঠাতে হবে।
একাধিক পদের জন্য আবেদন করতে চাইলে, প্রত্যেকটির জন্য আলাদা আবেদনপত্র পাঠাতে হবে। IAF গ্রুপ C পদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
