IB Recruitment 2023: মাধ্যমিক পাশেই আইবি-তে ৭০ হাজার টাকা বেতনের চাকরির সুযোগ
IB recruitment: ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন অনেকেরই। এবার তাদের জন্য সুখবর। নিরাপত্তা সহকারী, মোটর পরিবহণ এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আইবি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নয়া দিল্লি: ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন অনেকেরই। এবার তাদের জন্য সুখবর। নিরাপত্তা সহকারী, মোটর পরিবহণ এবং মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আইবি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। IB-র অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
শূন্যপদের বিবরণ
নিরাপত্তা সহকারী এবং মোটর ট্রান্সপোর্ট (SM,MT) এর জন্য ৩৬২টি পদ নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, মাল্টি-টাস্কিং স্টাফ, জেনারেল (এমটিএস) এর জন্য ৩১৫টি পদ রয়েছে।
বেতন
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মোটর ট্রান্সপোর্ট পদের জন্য প্রার্থীদের ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে দশম পাশ হতে হবে। এছাড়া মোটর পরিবহণ (SA, MT) প্রার্থীদের গাড়ি চালানোর এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
নিরাপত্তা সহকারী বা মোটর পরিবহণ (SA, MT) প্রার্থীদের বয়সসীমা ২৭ বছরের কম হওয়া উচিত নয়। এছাড়া মাল্টি-টাস্কিং স্টাফ, জেনারেল (এমটিএস, জেনারেল) এর জন্য প্রার্থীদের বয়সসীমা ১৮ বছর থেকে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।
আবেদন ফি
প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে ৫০ টাকা দিতে হবে। এছাড়া নিয়োগ প্রক্রিয়াকরণ চার্জ হিসাবে ৪৫০ টাকা দিতে হবে। অর্থাৎ মোট ৫০০ টাকা। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা করতে পারেন।
নির্বাচন প্রক্রিয়া
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, মোটর ট্রান্সপোর্ট এবং মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষায় পাশ করলে নথি ভেরিফিকেশন করা হবে। সবশেষে প্রার্থীদের মেডিক্যাল টেস্ট করা হবে।
এভাবে আবেদন করুন
১) প্রথমে সমস্ত প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in-এ যান। ২) হোম পেজে আইবি রিক্রুটমেন্ট 2023 লিঙ্কে ক্লিক করতে হবে। ৩) অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে আবেদনপত্র পূরণ করুন। ৪) আবেদনপত্রের সঙ্গে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি যেমন, স্বাক্ষর, ছবি, আইডি প্রুফ সাবধানে আপলোড করুন। ৫) তারপর আবেদন ফি পরিশোধ করুন। ৬) এবার জমা দেওয়া আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন।
