Indian Army Recruitment 2022: দশম, দ্বাদশ শ্রেনী পাশদের জন্য ভারতীয় সেনায় চাকরির বড় সুযোগ, ১৭৪টি শূন্য পদ
ভারতীয় সেনাবাহিনীর '৩৬ ফিল্ড অ্যাম্যুনেশন ডিপো'-তে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান, ট্রেডসম্যান মেট, এমটিএস (মালি), এমটিএস (বার্তাবাহক) এবং ড্রাফ্টসম্যান পদে স্থায়ী নিয়োগের সুযোগ। জেনে নিন বিস্তারিত।

নয়াদিল্লি: ‘হাউ ইজ দ্য জোশ?’ ‘হাই স্যার’, বলে চিৎকার করে উঠতে চায় অনেকেই। বহু যুবকের স্বপ্ন থাকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার। বর্তমানে বিশ্বের সবথেকে বড় স্থায়ী সেনাবাহিনী হল ভারতীয় সেনা। ১২ লক্ষ ৩৭ হাজার সক্রিয় সদস্য এবং ৯ লক্ষ্য ৬০ হাজার রিজার্ভ সদস্য রয়েছে। আর সেই সঙ্গে রয়েছে গর্বের ইতিহাস। ৭১-এর বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে হালের কার্গিল যুদ্ধে, বাহিনীর সাফল্য সকল ভারতবাসীকে গর্বিত করে। আর সেই গর্বের ভগীদার হওয়ার জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসেছে ভারতীয় সেনা। বিভিন্ন পদ মিলিয়ে মোট ১৭৪টি শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র চেয়েছে ‘৩৬ ফিল্ড অ্যাম্যুনেশন ডিপো’।
চাকরির বিবরণ
ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের ‘৩৬ ফিল্ড অ্যাম্যুনেশন ডিপো’-তে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান, ট্রেডসম্যান মেট, এমটিএস (মালি), এমটিএস (বার্তাবাহক) এবং ড্রাফ্টসম্যান পদে স্থায়ী নিয়োগ।
শূন্য পদের বিবরণ
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৩
লোয়ার ডিভিশন ক্লার্ক: ৩
ফায়ারম্যান: ১৪
ট্রেডসম্যান মেট: ১৫০
এমটিএস (মালি): ২
এমটিএস (বার্তাবাহক): ১
ড্রাফটসম্যান: ১
শিক্ষাগত যোগ্যতা
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক অথবা যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ।
লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণি পাশ।
ফায়ারম্যান, ট্রেডসম্যান মেট, এমটিএস (মালি), এমটিএস (বার্তাবাহক): দশম শ্রেনি পাশ।
ড্রাফটসম্যান: যেকোনও আইটিআই বা সমমানের স্বীকৃত ইনস্টিটিউট থেকে দশম শ্রেনি পাশ এবং ড্রাফ্টসম্যানশিপ (সিভিল) বিষয়ে দুই বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স।
বয়স সীমা
সকল পদের জন্য়ই প্রার্থীদের বয়স সীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। ওবিসিদের জন্য ৫ বছর এবং এসসি ও এসটিদের জন্য ৩ বছরের সর্বোচ্চ বয়স সীমার ছাড় আছে। শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১০ থেকে ১৫ বছরের ছাড় রয়েছে।
বাছাই প্রক্রিয়া
লিখিত পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রশ্নপত্র হবে ইংরেজি এবং হিন্দি ভাষায়। পরীক্ষায় প্রশ্ন করা হবে, সাধারণ বুদ্ধিমত্তা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের বিষয়ে।
বেতন
মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট: ২৯,২০০ টাকা
লোয়ার ডিভিশন ক্লার্ক: ১৯,৯০০ টাকা
ফায়ারম্যান: ১৯,৯০০ টাকা
ট্রেডসম্যান মেট: ১৮,০০০ টাকা
এমটিএস (মালি): ১৮,০০০ টাকা
এমটিএস (বার্তাবাহক): ১৮,০০০ টাকা
ড্রাফটসম্যান: ২৫,৫০০ টাকা
আবেদন প্রক্রিয়া
আবেদন করতে আগ্রহী প্রার্থীরা নজর রাখুন ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট, indianarmy.nic.in এবং ‘এমপ্লয়মেন্ট নিউজে’। সেখানে বিজ্ঞাপন প্রকাশিত হলে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর সেটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহ ৩৬ ফিল্ড অ্যাম্যুনেশন ডিপো, পিন – ৯০০৪৮৪ কেয়ার অব ৫৬ এপিও (36 Field Ammunition Depot, Pin- 900484 C/O 56 APO)-তে ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ
সকল আগ্রহী প্রার্থীদের ‘এমপ্লয়মেন্ট নিউজে’ বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে।
বিশদ জানতে ক্লিক করুন।
