Recruitment in Railway: হাওড়া, শিয়ালদহ থেকে লিলুয়া, বাংলায় রেলে প্রচুর নিয়োগ
Recruitment in Railway: পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩১১৫টি। অনলাইনেই করতে হবে আবেদন। কীভাবে আবেদন করবেন, জেনে নিন সব খুঁটিনাটি তথ্য।

নয়া দিল্লি: ভারতীয় রেল এমন একটি সংস্থা, যেখানে চাকরি পেলে ভবিষ্যৎ একেবারে নিশ্চিত। চুক্তি ভিত্তিতে চাকরি করলেও সে অভিজ্ঞতা কাজে লাগবে সারা জীবন। এবার নিয়োগ শুরু করল পূর্ব রেল। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তিন হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে, তাই দেরি না করে দ্রুত আবেদন করুন।
রেলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। সেখানে গিয়েই আবেদন করতে হবে। সেখানেই সব তথ্য দেওয়া আছে।
বয়স
সর্বনিম্ন ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছয় বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এই অ্যাপ্রেন্টিস পদে চাকরির জন্য।
যোগ্যতা
ন্যুনত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে। সঙ্গে আইটিআই সংশাপত্র থাকতে হবে।
কবে, কীভাবে আবেদন করবেন
অনলাইনেই আবেদন করতে হবে। er.indianrailways.gov.in -ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের। ২৬ অক্টোবর আবেদন করার শেষ তারিখ।
কোথায় কত পদে হবে নিয়োগ
পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৩১১৫টি। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে ১৩৮টি, আসানসোল ডিভিশনে ৪১২টি, হাওড়া ডিভিশনে ৬৫৯টি, জামালপুর ডিভিশনে ৬৬৭টি, মালদহ ডিভিশনে ১৩৮টি, কাচড়াপাড়া ডিভিশনে ১৮৭টি ও লিলুয়া ডিভিশনে ৬১২টি শূন্যপদ রয়েছে।
কীভাবে হবে নিয়োগ
আবেদনপত্র থেকে বাছাই করে তৈরি হবে মেধা তালিকায সেখান থেকেই নিয়োগ করা হবে।
