AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amazon Jobs: করা যাবে ওয়ার্ক ফ্রম হোম, একাধিক কর্মী নিচ্ছে Amazon

Amazon Jobs: Amazon-এ কর্মী নিয়োগ করা হচ্ছে। ১৫ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।

Amazon Jobs: করা যাবে ওয়ার্ক ফ্রম হোম, একাধিক কর্মী নিচ্ছে Amazon
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jan 22, 2023 | 8:30 AM
Share

একাধিক সংস্থা যেখানে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সেই সময় অ্যামাজ়নে করা হচ্ছে কর্মী নিয়োগ। এই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। Amazon ভার্চুয়াল কাস্টোমার সার্ভিসের (Virtual Customer Service) জন্য কর্মী নিয়োগ করছে। অনলাইনেই এই পদের জন্য আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন-

নিয়োগকারী সংস্থা:

Amazon- এ নিয়োগ করা হচ্ছে।

পদের নাম:

ভার্চুয়াল কাস্টোমার সার্ভিসের (Virtual Customer Service)

শূন্যপদের সংখ্যা:

একাধিক পদের জন্যই করা হচ্ছে নিয়োগ।

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি স্নাতকও করতে হবে তাঁদের।

প্রয়োজনীয় অভিজ্ঞতা:

এই পদে আবেদনের জন্য আগে থেকে কোনও অভিজ্ঞতা লাগবে না। নবীণরাও এই পদের জন্য আবেদন করতে পারেন।

বয়সসীমা:

এই পদে আবেদন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। তবে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।

নির্বাচন পদ্ধতি :

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা বিচার করা হবে। সামনাসামনি বা টেলিফোনের মাধ্যমে এই ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

সংস্থার পোর্টালে গিয়েই আবেদন করতে পারেন।

আবেদনমূল্য:

এই পদে আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীদের।

বেতন:

এই পদে বার্ষিক বেতন ৩.৬ লক্ষ টাকা।

আবেদনের শেষ তারিখ:

১৫ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।