Recruitment News: ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতন, এই চাকরিতে কীভাবে আবেদন করবেন জানুন
Recruitment News: GATE-এর নম্বর ও ইন্টারভিউ-র ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। এই চাকরির জন্য GATE পাশ করা জরুরি।

নয়া দিল্লি: ২৯৫টি শূন্যপদে নিয়োগ করছে নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা এনএলসি। মূলত GATE-র নম্বরের ওপর ভিত্তি করেই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন। www.nlcindia.in- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
বয়স
অংসরক্ষিত শ্রেণির জন্য বয়স ৩০ বছর। তবে এসসি, এসটি ও ওবিসি-র জন্য বয়সের উর্ধ্বসীমা ৩৫।
আবেদন মূল্য
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের দিতে হবে ৮৫৪ টাকা। এসসি, এসটি ও ওবিসি প্রার্থীদের দিতে হবে ৩৪৫ টাকা।
GATE-এর নম্বর ও ইন্টারভিউ-র ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে।
কীভাবে আবেদন করবেন
www.nlcindia.in- এই ওয়েবসাইটের হোম পেজে গেলেই পাওয়া যাবে আবেদনের ফর্ম। তারপর ধাপে ধাপে এগিয়ে আবেদন মূল্য দিতে হবে। সব নথি আপলোড করতে হবে।
এই চাকরিতে যোগ দিলে প্রথমে একটি ট্রেনিং নিতে হবে। সেই সময় বেতন মিলবে ৫০ হাজার টাকা। এছাড়া মিলবে ডিএ। চাকরি পাকা হয়ে গেলে স্নাতকোত্তরের ক্ষেত্রে স্কেল অনুযায়ী বেতন ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা।
