SIDBI Recruitment 2023: স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্য়াঙ্কে চাকরির সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন না

SIDBI Recruitment 2023: এই শূন্য়পদে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে ১১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

SIDBI Recruitment 2023: স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্য়াঙ্কে চাকরির সুযোগ, এই সুযোগ হাতছাড়া করবেন না
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2023 | 7:47 AM

নয়া দিল্লি: চাকরি খুঁজছেন? তবে আপনার সামনে রয়েছে কর্মসংস্থানের দারুণ সুযোগ। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্য়াঙ্কের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৮ নভেম্বর। আগ্রহী আবেদনকারীরা সরাসরি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্য়াঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sidbi.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্য়াঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা-

এই শূন্যপদে আবেদন জানানোর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর ধার্য করা হয়েছে।

নির্বাচন পদ্ধতি-

গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য় প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন ফি-

এই শূন্য়পদে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে ১১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্য়াঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.sidbi.in- এ ক্লিক করতে হবে।

এবার কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে।

এরপরে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।

পরের ধাপে আবেদন পত্র পূরণ করতে হবে।

এবার আবেদন ফি জমা দিন।

প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন জমা পড়ে যাবে।