নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য বড় খবর। এমটিএস ও হাবিলদার পদে মিলছে চাকরির সুযোগ। স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আগ্রহী আবেদনকারীরা সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in- এ গিয়ে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে পারেন।
স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৩৯৫৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এমটিএস ও হাবিলদার পদে কর্মী নিয়োগ করা হবে।
নন-টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে আবেদনের জন্য গত ৩০ জুন থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২১ জুলাই অবধি। এরপরে আগ্রহী আবেদনকারীরা ২৬ জুলাই থেকে ২৮ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সংশোধন করতে পারবেন।
জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে এই শূন্যপদে নিয়োগের পরীক্ষা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে।