EPFO UPSE Result: প্রকাশিত হল প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে নিয়োগ পরীক্ষার ফল, কী ভাবে দেখবেন
এই পদের যাঁরা প্রাথমিক পরীক্ষায় পাশ করেছেন। এর পর তাঁদের ইন্টারভিউ দিতে হবে। তার আগে বিস্তারিত অ্যাপ্লিকেশন ফর্ম (ডিএএফ) জমা দিতে হবে ইউপিএসসি-র ওয়েবসাইটে। তা জমা সম্পূর্ণ হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
নয়াদিল্লি: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশ (ইপিএফও-তে নিয়োগের জন্য নেওয়া পরীক্ষা ফল প্রকাশিত হল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) ফল ঘোষণা করেছে। এই পরীক্ষায় যাঁরা বসেছিলেন, তাঁরা ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট জানতে ও ডাউনলোড করতে পারবেন। এনফোর্সমেন্ট অফিসার/অ্যাকাউন্টস অফিসার পোস্টে ৪১৮টি শূন্যপদ ও অ্যাসিট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পোস্টে ১৫৯টি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। এই মোট ৫৭৭টি পদের ফলই প্রকাশিত হয়েছে।
এই পদের যাঁরা প্রাথমিক পরীক্ষায় পাশ করেছেন। এর পর তাঁদের ইন্টারভিউ দিতে হবে। তার আগে বিস্তারিত অ্যাপ্লিকেশন ফর্ম (ডিএএফ) জমা দিতে হবে ইউপিএসসি-র ওয়েবসাইটে। তা জমা সম্পূর্ণ হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
কী ভাবে জানবেন ফল?
- ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে https://upsc.gov.in/ এ যান
- হোমপেজে হোয়াটস নিউ সেকশনে পাবেন দুটি লিঙ্ক-
- ইপিএফও অ্যাকাউট্যান্ট অফিসার পোস্টের জন্য ফল ও অ্যাসিট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার পোস্টের ফল
- আপনি যে পদের জন্য পরীক্ষা দিয়েছিলেন, সেই লিঙ্কে ক্লিক করুন।
- ক্লিক করলেই খুলে যাবে একটি পিডিএফ পেজ
- সেই পিডিএফেই রয়েছে ফল
- ভবিষ্যতের জন্য ওই পেজটির প্রিন্ট আউট নিয়ে রাখতে পারেন