WBCS পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন জানুন

WBCS admit card: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ ডিসেম্বর। যদিও চলতি বছরের গোড়া থেকে একাধিকবার পরীক্ষার দিন বদল হয়েছে। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর পরীক্ষার দিন চূড়ান্ত হয়েছে। পরীক্ষার ১৫ দিন আগেই অ্যাডমিট প্রকাশ করল কমিশন।

WBCS পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন জানুন
প্রতীকী ছবি।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 12:05 AM

কলকাতা: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (এক্সিকিউটিভ) ২০২৩ প্রিলি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBCS) অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। নাম ও জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ ডিসেম্বর। যদিও চলতি বছরের গোড়া থেকে একাধিকবার পরীক্ষার দিন বদল হয়েছে। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর পরীক্ষার দিন চূড়ান্ত হয়েছে। পরীক্ষার ১৫ দিন আগেই অ্যাডমিট প্রকাশ করল কমিশন।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

১) প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/index.jsp-এ যাবেন। ২) ওয়েবসাইট খুললে ডান দিকে উপরে অ্যাডমিট কার্ডের নোটিফিকেশন পাবেন। ৩) অ্যাডমিট কার্ডের নোটিফিকেশনে ক্লিক করলে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশন আসবে। ৪) এবার নাম এবং জন্মতারিখ দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। ৫) এবার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করুন এবং প্রয়োজনে প্রিন্ট নিয়ে রাখুন।