সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ভুয়ো সময়সূচি: সিবিএসই
CBSE Fake date sheets: রবিবার (১১ ডিসেম্বর) সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বলেছে, সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ভুয়ো 'ডেটশিট' বা সূচি।
নয়া দিল্লি: সোশ্যাল মিডিয়ায় ঘুরছে দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ‘ডেটশিট’ বা সূচি। রবিবার (১১ ডিসেম্বর) সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই বলেছে, এই ডেটশিট বা সূচি ভুয়ো। বোর্ডের পক্ষ থেকে এখনও পরীক্ষার সূচি ঘোষণাই করা হয়নি। বোর্ডের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, শীঘ্রই এই সূচি ঘোষণা করা হবে। বোর্ডের এক পদস্থ কর্তা জানিয়েছেন, “ডেটশিটের একাধিক ভুয়ো সংস্করণ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। পরীক্ষার সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে। শিক্ষার্থী এবং অভিভাবকদের সরকারি তথ্যের জন্য অপেক্ষা করা উচিত।”
এর আগেই বোর্ড ঘোষণা করেছিল, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে চলতি শিক্ষাবর্ষের দশম এবং দ্বাদশ শ্রেণির লিখিত পরীক্ষা নেওয়া হবে। সিবিএসই বোর্ডের ওই কর্তা এদিন জানিয়েছেন, প্র্যাক্টিক্যাল পরীক্ষাগুলি ২০২৩-এর ১ জানুয়ারি থেকে শুরু করা হবে। স্কুলগুলিকে তার মধ্যে পাঠ্যসূচি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষাগুলি, বোর্ডের নিযুক্ত বহিরাগত পরীক্ষকরা নেবেন। দশম শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেবেন অভ্যন্তরীণ পরীক্ষকরা।”
২০২৩ সালের দশম এবং দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ড পরীক্ষার তারিখ বোর্ডের সরকারি ওয়েবসাইট, cbse.gov.in-এ প্রকাশিত হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সময়সূচীই দেখার পরামর্শ দিয়েছে বোর্ড। বোর্ড এখনও পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও জানিয়েছে, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যেই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। বোর্ড এদিন সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির সমস্ত বিষয়ের জন্য নম্বর-সহ বিষয়ভিত্তিক নমুনা উত্তরপত্রও প্রকাশ করেছে।