Bangla News Elections 4 State Assembly Election Results 2023: Know These Heavy Weight Candidares from Madhya Pradesh, Rajasthan, Telangana & Chhattisgarh Who can Change the Election Game
4 State Assembly Election Results 2023: কেউ তিনবারের মুখ্যমন্ত্রী তো কেউ আবার IAS অফিসার, ৪ রাজ্যের হেভিওয়েট প্রার্থীদের চেনেন?
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Dec 03, 2023 | 9:30 AM
Heavy Weight Candidate: মধ্য প্রদেশে বিজেপির তারকা প্রার্থীর ছড়াছড়ি। হেভিওয়েট প্রার্থীদের তালিকায় প্রথমেই রয়েছেন মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। নিজের গড় বুধনি থেকেই প্রার্থী হয়েছেন এবার।
1 / 17
রাজস্থানের হেভিওয়েট প্রার্থী অশোক গেহলট। তিনবারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবারও সর্দারপুরা আসন থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন। জয় নিয়ে আশাবাদী তিনি।
2 / 17
রাজস্থানে বিজেপির হেভিওয়েট প্রার্থী বসুন্ধরা রাজে। রাজ পরিবারের সদস্য বসুন্ধরা রাজে আবার সম্পর্কে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পিসিও। দুইবার রাজস্থানের মুখ্যমন্ত্রীও ছিল। কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এবার ঝালরপাটন থেকে প্রার্থী হয়েছেন তিনি।
3 / 17
কংগ্রেসের আরেক হেভিওয়েট প্রার্থী হলেন সচিন পাইলট। একসময়ে তিনি রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে বিরোধের জেরে উপমুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেন তিনি। এবারও কংগ্রেসের টিকিটে টঙ্ক থেকে প্রার্থী হয়েছেন তিনি।
4 / 17
রাজস্থানের শিক্ষা মন্ত্রী গোবিন্দ সিং দোতাস্রা। তিনি কংগ্রেসেরস হয়ে লাচমনগড় থেকে প্রার্থী হয়েছেন।
5 / 17
তেলঙ্গানায় শাসক দল ভারত রাষ্ট্রীয় সমিতি বা বিআরএস। শাসক দলের সবথেকে হেভিওয়েট প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি একসঙ্গে কামারেড্ডি ও গাজওয়েল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।
6 / 17
তেলঙ্গানায় কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। তিনি জুবিলি হিলস থেকে প্রার্থী হয়েছেন।
7 / 17
মুখ্যমন্ত্রীর ছেলে তথা বিআরএস নেতা কেটি রামা রাও-ও হেভিওয়েট প্রার্থী বিআরএসের। তিনি সিরচিলা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।
8 / 17
তেলঙ্গানায় আরেক হেভিওয়েট প্রার্থী রেভান্ত রেড্ডি। কংগ্রেস প্রার্থী কামারেড্ডি ও কোদাঙ্গাল থেকে প্রার্থী হয়েছেন।
9 / 17
মধ্য প্রদেশে বিজেপির তারকা প্রার্থীর ছড়াছড়ি। হেভিওয়েট প্রার্থীদের তালিকায় প্রথমেই রয়েছেন মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। নিজের গড় বুধনি থেকেই প্রার্থী হয়েছেন এবার।
10 / 17
পিছিয়ে নেই কংগ্রেসও। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথতে চিঞ্চওয়াড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস।
11 / 17
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্রও মধ্য প্রদেশ নির্বাচনে প্রার্থী হয়েছেন। দাতিয়া আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি।
12 / 17
মধ্য প্রদেশে বিজেপির আরেক হেভিওয়েট প্রার্থী কৈলাশ বিজয়বর্গীয়। তিনি ইন্দোর ১ থেকে প্রার্থী হয়েছেন।
13 / 17
কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারও মধ্য় প্রদেশের দিমানি থেকে প্রার্থী হয়েছেন।
14 / 17
ছত্তীসগঢ়ে কংগ্রেসের তুরুপের তাস ভূপেশ বাঘেল। তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। এবারও দল তাঁর উপরে আস্থা রেখে পাটান কেন্দ্র থেকে প্রার্থী করেছে তাঁকে।
15 / 17
কংগ্রেসের আরেক হেভিওয়েট প্রার্থী হলেন টিএস সিং দেও। রাজ্যের উপমুখ্য়মন্ত্রী তিনি। অম্বিকাপুর থেকে প্রার্থী হয়েছেন তিনি।
16 / 17
সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন আইএএস অফিসার ওপি চৌধুরী। বিজেপি তাঁকে রায়গড় কেন্দ্র থেকে প্রার্থী করেছে এবার।
17 / 17
ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিংকে এবার বিজেপি রাজনন্দগাঁও থেকে প্রার্থী করেছে।