Manipur Assembly Election 2022 : শান্তিপূর্ণভাবেই প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হল মণিপুরে, বিকেল ৫টা অবধি ভোট পড়ল ৭৮.০৩ শতাংশ

| Edited By: | Updated on: Feb 28, 2022 | 6:06 PM

Assembly Polls 2022 Voting Live Updates: ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মোট ৬০টি আসনের মধ্যে ২৮টি জয়ী হয়েছিল কংগ্রেস। তবে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যায় পৌঁছতে না পারায়, তারা সরকার গড়তে পারেনি। অন্যদিকে, বিজেপি ২১টি আসনে জয়ী হলেও তারা ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট, তৃণমূল কংগ্রেস ও লোক জনশক্তি পার্টির সমর্থনে সরকার গঠন করে।

Manipur Assembly Election 2022 : শান্তিপূর্ণভাবেই প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হল মণিপুরে, বিকেল ৫টা অবধি ভোট পড়ল ৭৮.০৩ শতাংশ
অলঙ্করণ: অভীক দেবনাথ

বাকি চার রাজ্যের মতো এবার মণিপুরেও শুরু হল ভোটযুদ্ধ। আজ মণিপুরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন।   মোট ৩৮টি আসনে ১৭৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে আজ। এদিনের নির্বাচনে বিশেষ নজরে থাকবে পশ্চিম ইম্ফল, বিশেনপুর, কাঙ্গপোকপি ও চূড়াচন্দ্রপুর। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মোট ৬০টি আসনের মধ্যে ২৮টি জয়ী হয়েছিল কংগ্রেস। তবে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যায় পৌঁছতে না পারায়, তারা সরকার গড়তে পারেনি। অন্যদিকে, বিজেপি ২১টি আসনে জয়ী হলেও তারা ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট, তৃণমূল কংগ্রেস ও লোক জনশক্তি পার্টির সমর্থনে সরকার গঠন করে। প্রথম দফার নির্বাচনে বিজেপি ৩৮টি আসনেই লড়ছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৫টি আসনে। অন্যদিকে, জেডি(ইউ) ২৮টি, এনপিপি ২৭টি, শিবসেনা ৭টি আসনে প্রার্থী দিয়েছে। প্রথম দফার নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (হেইগ্যাং), বিশ্বজিৎ সিং (থংজু), গোবিন্দদাস কে সিং (বিশেনপুর)। মণিপুর নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Feb 2022 06:03 PM (IST)

    বিকেল ৫টা অবধি ভোট পড়ল ৭৮.০৩ শতাংশ

    মণিপুরে আজ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হল। মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। বিকেল ৫ টা অবধি ভোট পড়েছে ৭৮.০৩ শতাংশ। কাংপোকিতে ৮২.৯৭  শতাংশ ভোট পড়েছে। পশ্চিম ইম্ফলে ভোট পড়েছে ৮২.১৯ শতাংশ এবং ইম্ফল পূর্বে ৭৬.৬৪ শতাংশ ভোট পড়েছে।

  • 28 Feb 2022 02:51 PM (IST)

    দুপুর ১টা অবধি ভোট পড়ল ৪৮ শতাংশ

    মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুর ১টা অবধি ভোট পড়ল ৪৮.৮৮ শতাংশ।

  • 28 Feb 2022 12:33 PM (IST)

    সকাল ১১টা অবধি ভোট পড়ল ২৭ শতাংশ

    মণিপুরের প্রথম দফার বিধানসভা নির্বাচনে সকাল ১১টা অবধি ভোট পড়ল ২৭.৩৪ শতাংশ।

  • 28 Feb 2022 10:50 AM (IST)

    সকাল সাড়ে ৯টা অবধি ভোট পড়ল ৮ শতাংশ

    প্রথম দফার ভোট গ্রহণ চলছে মণিপুরে। সকাল সাড়ে ৯টা অবধি ভোট পড়েছে ৮.৯৪ শতাংশ।

  • 28 Feb 2022 09:18 AM (IST)

    ভোট দিতে এলেন উপমুখ্যমন্ত্রীও

    মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্বে সকালেই মতদান করতে হাজির হলেন উপ-মুখ্যমন্ত্রী তথা এনপিপির প্রার্থী উমনাম জয়কুমার সিং।

  • 28 Feb 2022 07:57 AM (IST)

    ভোট দিলেন রাজ্যপাল

    সকালেই ভোট দিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “আমি মণিপুরের সকলের কাছে অনুরোধ করছি তারা যেন নিজেদের মতদান করেন। কারণ আমাদের দেশ গণতন্ত্র দ্বারা পরিচালিত এবং ভোট এই গণতন্ত্রেরই প্রতীক।”

  • 28 Feb 2022 07:54 AM (IST)

    শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ পর্ব

    প্রথম দফার বিধানসভা নির্বাচন চলছে মণিপুরে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। এখনও অবধি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে বলে জানা গিয়েছে।

  • 28 Feb 2022 07:12 AM (IST)

    শুরু হল ভোটগ্রহণ পর্ব

    সকাল সাতটা থেকে শুরু হল মণিপুরের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব।

  • 28 Feb 2022 07:11 AM (IST)

    ভোট শুরুর আগেই কড়া নজরদারি রাজ্যজুড়ে

    মণিপুরে আজ প্রথম দফার বিধানসভা নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব। তার আগেই বুথগুলির নিরাপত্তা খতিয়ে দেখা হল।

  • 28 Feb 2022 06:23 AM (IST)

    প্রথম দফাতেই ভাগ্য নির্ধারণ হবে বিদায়ী মুখ্যমন্ত্রীর

    এদিনের নির্বাচনে বিশেষ নজরে থাকবে পশ্চিম ইম্ফল, বিশেনপুর, কাঙ্গপোকপি ও চূড়াচন্দ্রপুর প্রভৃতি আসন। প্রথম দফার নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (হেইগ্যাং), বিশ্বজিৎ সিং (থংজু), গোবিন্দদাস কে সিং (বিশেনপুর)।

  • 28 Feb 2022 06:21 AM (IST)

    আজ মণিপুরে বিধানসভা নির্বাচন

    মণিপুরেও শুরু হল ভোটযুদ্ধ। আজ মণিপুরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন। মোট ৩৮টি আসনে ১৭৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে আজ।

Published On - Feb 28,2022 6:02 AM

Follow Us: