Mizoram Election 2023: বিগত কয়েক দশকের ধারার বদল, মিজোরামের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগসূত্র ছিল ইন্দিরার
Mizoram CM: মিজোরামে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসেন, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবিদার হিসাবে সর্বাগ্রে নাম উঠে এসেছে লালডুহোমার। তবে এখনও তিনি বা তাঁর দলের তরফে বিষয়টি স্পষ্ট করা হয়নি। মঙ্গলে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন লালডুহোমা।
আইজল: ইতিহাস বদলে দিলেন লালডুহোমা! মিজোরামের (Mizoram) ভোট-ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রতি ১০ বছর অন্তর সেই রাজ্যে সরকার বদল হয়। স্বাভাবিকভাবে ২০১৮ সালে ক্ষমতায় আসা জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF) এবারেও সরকার গড়বে বলে মনে করা হয়েছিল। বিভিন্ন বুথ ফেরৎ সমীক্ষা রিপোর্টেও এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত সমস্ত পাশা পাল্টে দিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী লালডুহোমার দল জোরাম পিপলস মুভমেন্ট (ZPM)। ৫ বছরেই মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)-কে ধরাশায়ী করে কুর্সি দখল করে নিল ZPM।
নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৪০ আসন বিশিষ্ট মিজোরামে শাসকদল MNF-এর ঝুলিতে পড়েছে মাত্র ১০টি আসন। বিজেপি পেয়েছে মাত্র ২টি আসন। কংগ্রেস পেয়েছে ১টি আসন। আর ২৭টি আসনে জিতে বাজিমাত করেছে ZPM। স্বাভাবিকভাবেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার হিসাবে ZPM এককভাবেই সরকার গঠন করতে পারবে। এটা যেমন MNF-এর কাছে চমক, তেমনই উত্তর-পূর্বাঞ্চলের রাজনীতিতেও বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
যদিও এই ফল অপ্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তবে ভোটের ফল স্পষ্ট হতেই এদিন বিকালে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফাপত্র দিয়ে এসেছেন জোরামথাঙ্গা। যদিও এরকমটা হবে বলে বোধহয় তিনিও আশা করেননি। তাই মণিপুরে হিংসার ঘটনার প্রেক্ষিতে স্থানীয় সমস্যা ও রাজ্যবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে শরিক দল বিজেপির থেকে দূরত্ব রেখে চলছিলেন জোরামথাঙ্গা। নির্বাচনী প্রচারে প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে নিজের কুর্সি দৃঢ় রাখার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু, ইন্দিরা-দেহরক্ষীর সুগভীর রণনীতি জোরামথাঙ্গা থেকে বিজেপির সকল প্রচেষ্ঠা ভেস্তে দিয়েছে। ২০১৮-র ভোটেও যেমন সকলকে চমক দিয়ে প্রথমবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেই রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসেছিল ZPM, তেমনই এবারও বিপুল ভোট নিয়ে সকলকে তাক লাগিয়ে দিল লালডুহোমার দল।
এবার মিজোরামে মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসেন, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবিদার হিসাবে সর্বাগ্রে নাম উঠে এসেছে লালডুহোমার। তবে এখনও তিনি বা তাঁর দলের তরফে বিষয়টি স্পষ্ট করা হয়নি। মঙ্গলে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন লালডুহোমা। সেই বৈঠকেই সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রীও স্থির করা হবে বলে ZPM সূত্রে খবর।