Municipal Elections 2022: দুয়ারে সরকার থেকে সরাতে হবে মমতার ছবি! ক্যাম্পে যেতে পারবেন না নেতারাও
State Election Commission: যেহেতু রাজ্যে এখন পুরভোটের পর্ব চলছে, সেই কারণেই দুয়ারে সরকারের প্রকল্পে মমতার ছবি ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
কলকাতা : পুরভোটে (Municipal Election 2022) দুয়ারে সরকারে নয়া নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের। দুয়ারে সরকার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা যাবে না। এমনটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পের বিভিন্ন প্রচারমূলক অভিযানে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ব্যবহার করা যাবে না। এর পাশাপাশি, দুয়ার সরকারের শিবিরে যেতে পারবেন না রাজনৈতিক কোনও নেতা বা নেত্রী। সোমবার এই নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। যেহেতু রাজ্যে এখন পুরভোটের পর্ব চলছে, সেই কারণেই দুয়ারে সরকারের প্রকল্পে মমতার ছবি ব্যবহারের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
উল্লেখ্য চলতি মাসের শেষেই ১০৮ টি পুরসভার নির্বাচন রয়েছে। যে সব জায়গায় নির্বাচন রয়েছে, সেখানে দুয়ারে সরকারের যে প্রকল্প রয়েছে – সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি রাখা যাবে না। এ কথা স্পষ্ট করে দিয়েছে কমিশন। একইসঙ্গে ওই সব এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পে কোনও রাজনৈতিক নেতারাও যেতে পারবেন না, এমনকী কোনও মন্ত্রীও যেতে পারবেন না। শুধুমাত্র আবেদন করা যাবে। যাতে পুরভোটের সময়ে এই সরকারি প্রকল্প নির্বাচনী প্রচারের কোনও অঙ্গ না হয়ে ওঠে, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং সোমবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাচ্ছে।
দুয়ারে সরকার প্রকল্পটি হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূত একটি প্রকল্প। আমজনতার জন্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা আরও সহজ করে তোলার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় এখন আর সরকারি কোনও কাজের জন্য দফতরের বাইরে লম্বা লাইন দেওয়ার দরকার হচ্ছে না বঙ্গবাসীর। বাড়িতে কাছেই প্রয়োজনীয় সব সহায়তা পেয়ে যাচ্ছেন আম জনতা। এদিকে আগামিকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে ফের রাজ্যে শুরু হয়ে যাচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার প্রসঙ্গে আগে জানিয়েছেন, “দুয়ারে সরকারে প্রায় ১৮টি পরিষেবা যুক্ত হচ্ছে এবং এর মধ্যে অন্তত ৬ টি নতুন পরিষেবা। উল্লেখ্য, এবারের দুয়ারে সরকারে মোট ২৮ টি পরিষেবার সুবিধা পাবেন বঙ্গবাসী।
আরও পড়ুন : ‘আর্শীবাদ স্বরূপ’ সব্যসাচীর স্ত্রীকে দেওয়া শাড়িটা আসলে কার? কালীঘাটের বাড়িতে আজ অন্য মুডে মমতা
আরও পড়ুন : তৃণমূলের প্রতীক ছাড়া দাঁড়িয়ে কী ফল হয়েছিল সবাই দেখেছে! সুজিতের নিশানায় সেই সব্যসাচী