PM Modi’s Reply to Punjab CM’s Comment: ‘মালকিন তো পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন!’, চন্নির বিতর্কিত মন্তব্যে কংগ্রেসকে তুলোধনা নমোর

Punjab Assembly Election 2022: এদিনের সভায় বিজেপি নেতা হিসাবেই উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদী। সভায় কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, "গুরু গোবিন্দদাসের জন্ম কোথায় হয়েছিল? বিহারের পটনা সাহিবে। আপনারা কি গুরু গোবিন্দদাস সিংকেও পঞ্জাব থেকে ছুঁড়ে ফেলে দেবেন?"

PM Modi's Reply to Punjab CM's Comment: 'মালকিন তো পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন!', চন্নির বিতর্কিত মন্তব্যে কংগ্রেসকে তুলোধনা নমোর
চন্নির মন্তব্যের তীব্র সমালোচনা প্রধানমন্ত্রীর। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2022 | 3:19 PM

চণ্ডীগঢ়: নির্বাচনের (Punjab Assembly Election 2022) মুখেই মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে উত্তপ্ত পঞ্জাব (Punjab)। “ইউপি, বিহারকে ভাইয়ে কো পঞ্জাবে প্রবেশ করতে দেওয়া হবে না”, এই মন্তব্য করেই নতুন করে বিতর্কের সূত্রপাত করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি(Charanjit Singh Channi)। বিজেপি, আম আদমি পার্টির তরফে এই মন্তব্যের সমালোচনা করা হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-ও কড়া জবাব দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। একইসঙ্গে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীকেও আক্রমণ করে বলেন, “দিল্লির পরিবার বসে হাততালি দিচ্ছিল।”

কড়া জবাব প্রধানমন্ত্রীর: