Raniganj Assembly Election Result 2021 Live Update in Bengali: রানিগঞ্জ বিধানসভা বিধানসভা কেন্দ্র: রানিগঞ্জ বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস

Raniganj Assembly Election Result 2021 Live Update in Bengali: রানিগঞ্জ বিধানসভা কার দখলে? বাম, রাম না ঘাসফুলের?

Raniganj Assembly Election Result 2021 Live Update in Bengali: রানিগঞ্জ বিধানসভা বিধানসভা কেন্দ্র: রানিগঞ্জ বিধানসভা আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 4:16 PM

পশ্চিমবঙ্গে মোট ২৯৪ টি বিধানসভা আসন রয়েছে। যে দল ১৪৮টি আসন পাবে তারাই সংখ্যাগরিষ্ঠ। রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। হাল ছাড়েনি বিজেপি। তারাও বাংলায় ক্ষমতা পেতে মরিয়া। রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী বিজন মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস (AITMC) থেকে দাঁড়িয়েছেন তাপস বন্দোপাধ্যায়। সংযুক্ত প্রার্থী সিপিআইএমের হেমন্ত প্রভাকর। ২৬ এপ্রিল ভোটগ্রহণ হয়। ফলাফল ২ মে। সকলের চোখ ফলাফলের দিকে।

এক নজরে দেখে নেওয়া যাক রানিগঞ্জের আপডেট…

  • রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়।

২০১৬ বিধানসভা নির্বাচনে রানিগঞ্জ বিধানসভা

রানিগঞ্জ বিধানসভায় গত নির্বাচনে সিপিএম প্রার্থী রুনু দত্ত জয়ী হন। তিনি তৃণমূল প্রার্থী নার্গিস বানোকে ১২ হাজার ৩৮৫ ভোটে পারাজিত করেছিলেন। রুনু দত্ত পেয়েছিলেন ৭৪ হাজার ৯৯৫ ভোট। নার্গিস বানো পেয়েছিলেন ৬২ হাজার ৬১০ ভোট। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী মনীষ শর্মা ৩২ হাজার ২১৪ ভোট পেয়েছিলেন।

মোট ভোটার সংখ্যা

২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,২৮,৪৬১ জন। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ১,৭৪,৪৯৯ জন। এখানে ৭৭.৬ শতাংশ ভোট পড়েছিল।

সর্বশেষ নির্বাচনের পরিসংখ্যান

বর্তমান বিধায়ক: রুনু দত্ত মোট ভোট: ৭৪ হাজার ৯৯৫ মোট ভোটার: ২,২৮,৪৬১ ভোটার ভোটদান: ৭৭.৬ শতাংশ