AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uttar Pradesh elections: ‘মাফিয়ারা হয় জেলে, নয় সমাজবাদী পার্টিতে, কটাক্ষ অমিতের

UP Assembly Election: অখিলেশের সমাজবাদী পার্টির পাশাপাশি মায়াবতীর বিএসপি- কেও কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "অখিলেশ ও মায়াবতীর সরকারের সময় গুন্ডারা সাধারণ মানুষকে হেনস্থা করত।

Uttar Pradesh elections: 'মাফিয়ারা হয় জেলে, নয় সমাজবাদী পার্টিতে, কটাক্ষ অমিতের
ছবি: এএনআই
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 5:31 PM
Share

আলিগড়: আর মাত্র এই সপ্তাহের অপেক্ষা, তারপরই দেশের সর্ববৃহৎ রাজ্য উত্তর প্রদেশে শুরু বিধানসভা নির্বাচন। নির্বাচন যতই এগিয়ে আসবে, ততই শাসক-বিরোধী দ্বন্দ্ব জোরালো হবে। এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই রাজ্য ধরে রাখতে মরিয়া কেন্দ্রের শাসক দল বিজেপি। উত্তর প্রদেশে বাড়ি বাড়ি প্রচার করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাজেট অধিবেশনের জন্য দিল্লিতে গেলেও, বাজেট পেশের পরদিন যোগী রাজ্য থেকে সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি। অমিতের দাবি, বিজেপি আমলে উত্তর প্রদেশে বন্ধ হয়েছে মাফিয়া রাজ, এখন শুধুমাত্র জেলে বা সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায় মাফিয়াদের দেখা মেলে।

এবারের উত্তর প্রদেশ নির্বাচনে ‘গুন্ডা’ ও ‘মাফিয়া’ শব্দ দুটি ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে মাফিয়া ও গুন্ডাদের ঘনিষ্ঠতা রয়েছে, বারবার সেই কথা প্রমাণ করার চেষ্টা করছেন বিজেপি নেতৃত্ব। অমিত শাহ সেই আক্রমণের সুর আরও জোরালো করেছেন। আত্রাউলির জনসভা থেকে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “উত্তর প্রদেশে আপনারা যদি মাফিয়াদের খোঁজেন, তিনটি জায়গায় তাদের দেখা মিলবে। হয় রাজ্যের বাইরে, হয় জেলে, নয় সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায়।”

অখিলেশের সমাজবাদী পার্টির পাশাপাশি মায়াবতীর বিএসপি- কেও কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “অখিলেশ ও মায়াবতীর সরকারের সময় গুন্ডারা সাধারণ মানুষকে হেনস্থা করত।” পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসাও শোনা যায় অমিতের গলায়। তিনি বলেন, “উত্তর প্রদেশে পুলিশ মাফিয়াদের ভয়ে সন্ত্রস্ত থাকত। যোগী আদিত্যনাথের নেতৃত্বে এখন মাফিয়াদের রাজ্যের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে।”

আগেও অখিলেশ যাদবকে মাফিয়াদের বন্ধু হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন অমিত শাহ। অখিলেশের পক্ষ থেকেও তার জবাব এসেছিল। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অখিলেশ। তিনি বলেছিলেন, “ভোটারদের মধ্যে বিজেপি একটা ধারণা তৈরি করতে চেষ্টা করছে যে আমরা গ্যাংস্টারদের সঙ্গে যুক্ত। কিন্তু আমার কোনও মাফিয়াদের সঙ্গে যোগাযোগ নেই। তবে যোগী আদিত্যনাথও কি এই দাবি করতে পারবেন? উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এক কুখ্যাত গ্যাংস্টারের সঙ্গে জেলে গিয়ে দেখা করেছেন এবং তিনি সেখানে ৩ ঘণ্টা ছিলেন। তিনি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী যে জেলে গিয়ে গ্যাংস্টারের সঙ্গে তিন ঘন্টা থেকেছেন।”

আরও পড়ুন : Mallikarjun Kharge: ‘এতদিনে ১৫ কোটি চাকরি দেওয়ার কথা ছিল’, বাজেটের পরই মোদী সরকারকে তোপ খাড়গের