Uttar Pradesh Assembly Election 2022 : “এরকম বালকদের জুটি আগেও হয়েছে,” অখিলেশ-জয়ন্তকে খোঁচা যোগীর
Yogi Adityanath : আজ একটি জনসভা থেকে অখিলেশ-জয়ন্তের জুটকে আক্রমণ করেন তিনি। তিনি এই জোটকে 'দুই বালকের জোট' বলে আখ্যা দিয়েছেন।
লখনউ : শিয়রেই উত্তর প্রদেশ নির্বাচন। জোরকদমে প্রস্তুতি চলছে রাজনৈতিক দলগুলোর। যতই নির্বাচন এগিয়ে আসছে তত বাড়ছে রাজনৈতিক চাপানউতর। এক পক্ষ আক্রমণ করছে আরেক পক্ষকে। আবার কখনও একটি রাজনৈতিক দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে অন্য এক বিরোধী দলের দিকে। সব মিলিয়ে ভোট আবহে সরগরম উত্তর প্রদেশ। বুধবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কড়া ভাষায় আক্রমণ করেন প্রতিপক্ষ দল সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এবং তাঁর জোটসঙ্গী রাষ্ট্রীয় লোক দলের সভাপতি জয়ন্ত চৌধুরিকে।
অখিলেশ এবং জয়ন্তের জুটিকে “দুই বালকের জুটি” বলে আখ্যা দিয়েছেন যোগী। তিনি বলেছেন, ঠিক এরকমই জুটি ২০১৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ময়দানে দেখা গিয়েছিল। তিনি এই বলে তখন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী ও অখিলেশের জুটিকে বুঝিয়েছেন। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে তাঁরা জোট বেঁধে লড়েছিল। কিন্তু এই জোট ফলপ্রসূ হয়নি। যোগী আদিত্যনাথ এরপর রাহুল-অখিলেশের জুটি তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, এই দু’জনই ২০১৩ সালের মুজাফফরনগর দাঙ্গাকে সমর্থন করেছিল। এই দাঙ্গায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের ৬০ জন মারা গিয়েছিলেন। তিনি মথুরাতে বলেছেন, “২০১৭, ২০১৪ সালে এই দুই ছেলের (অখিলেশ-জয়ন্ত) জুটির মতো একই রকম একটি জুটি এসেছিল। লোকে লখনউ, দিল্লির এই ছেলেদের দেখিয়েছিল যে তাঁরা যোগ্য নয়।”
#WATCH Like this pair of 2 boys (Akhilesh-Jayant) a similar jodi had come up in 2017, 2014.People showed these boys from Lucknow, Delhi they're not worthy. In Muzaffarnagar riots, Lucknow boy (Akhilesh) was getting murders done while Delhi boy(Rahul Gandhi)supported rioters:UP CM pic.twitter.com/pbFNbxgTjy
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 2, 2022
অখিলেশের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, “লখনউয়ের ছেলেটি নীরব ছিল, হাসছিল এবং দাঙ্গাকারীদের সম্মান করত এবং কর্মরত পুলিশদের সাসপেন্ড করত।” রাহুল গান্ধীকে তিনি বলেছেন, “দিল্লির ছেলেটি জাঠের প্রতি সহানুভূতিশীল ছিল না এবং নিরপরাধীদের হত্যা হতে দিয়েছিল।” অখিলেশকে ভর্ৎসনা করে তিনি বলেছেন,”আমরা গরিবদের ৪৩ লক্ষ বাড়ি তৈরি করেছি, বিনামূল্যে স্বাস্থ্য বীমা দিয়েছি, শৌচাগার তৈরি করেছি, জেভার বিমানবন্দর তৈরি করেছি কিন্তু পূর্ববর্তী শাসনকালে এই তহবিলটি সুগন্ধি ব্যবসায়ী ইতরা ওয়ালা মিত্রের কাছে যাচ্ছিল।” উল্লেখযোগ্যভাবে, উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের দিন এগোনোর সঙ্গে সঙ্গে বিভিন্ন দলগুলির মধ্যে কথার লড়াই বেড়েই চলেছে।
অখিলেশ যাদব বুধবার বিজেপির বিরুদ্ধে নেতিবাচক রাজনীতিতে লিপ্ত হওয়ার অভিযোগ করেছেন। শামলির কাইরানায় জোট শরিক জয়ন্ত চৌধুরীর সঙ্গে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, “বিজেপি নেতিবাচকতার রাজনীতিতে লিপ্ত। সপা-আরএলডি বন্ধন মানে ভ্রাতৃত্ব। যারা কাইরানা দেশত্যাগের কথা বলছেন তাঁদের ভোটের পরে উত্তর প্রদেশ থেকে চলে যেতে হবে।” তিনি বার্ষিক আর্থিক বিবৃতিকে “অমৃত কাল” হিসাবে অভিহিত করার জন্য কেন্দ্রের উপহাস করেছিলেন। তিনি এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছেন যে তাহলে আগের বাজেটগুলি কি “বিষ” ছিল?প্রসঙ্গত, উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট হবে ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফার ভোট ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফার ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ এবং সপ্তম পর্ব ৭ মার্চ। ভোট গণনা হবে ১০ মার্চ।
আরও পড়ুন : Rahul Gandhi Speech : “এখনি ক্ষমা চান,” লোকসভায় রাহুলের বক্তব্যের তীব্র নিন্দা আইন মন্ত্রীর মুখে