যন্ত্রণায় কাতরাচ্ছেন মমতা, ষড়যন্ত্রের অভিযোগ
তিনি গাড়ির দরজায় বসে থাকার সময় জোরে দরজা ঠেলে বন্ধ করে দেওয়া হয়। ব্যথায় রীতিমতো কাতরাচ্ছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর পা রীতিমতো ফুলে গিয়েছে। আপাতত ক্রেপ ব্যান্ডেজ বাঁধা রয়েছে তাঁর পায়ে। ব্যথা পাওয়ার পর যন্ত্রণায় তাঁর জ্বর চলে এসেছে বলে দাবি করেন মমতা। একই সঙ্গে রীতিমতো নজিরবিহীনভাবে নন্দীগ্রামের সমস্ত কর্মসূচি ফেলে তিনি কলকাতা ফিরে আসবেন বলে জানিয়েছেন। তবে যেখানে মুখ্যমন্ত্রী নিজে প্রার্থী হয়েছেন, সেখানে তাঁর নিরাপত্তা নেই কেন? এই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বিরোধীরা।
Latest Videos