কলকাতা: প্রকাশ হয়েছে সংকল্প পত্র। এবার শুরু মেগা প্রচার। পঞ্চায়েতের ভোট ময়দানে অনেক দিন আগেই নেমেছে বঙ্গ বিজেপি। তবে বুধবার পুরোদমে প্রচার শুরু হবে বলে জানা গিয়েছে। ২২ টি জেলাকেই পদযাত্রা করবেন বিজেপির শীর্ষ নেতারা। থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী সহ রাজ্যের সব প্রথম সারির বিজেপি নেতারা।
বিজেপি সূত্রে খবর, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে পদযাত্রার আয়োজন করা হয়েছে বুধবার। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় অংশ নেবেন সেখানে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর অর্থাৎ নিজের জেলায় পদযাত্রা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল।
বৃহস্পতিবার পদযাত্রা হওয়ার কথা ঝাড়গ্রামে। সেই কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। আর ওইদিনই হুগলিতে হবে আরও একটি পদযাত্রা। যেখানে থাকার কথা হাঁটবেন শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়ের। আবার বৃহস্পতিবারই নদিয়ায় কর্মসূচিতে থাকবেন সুকান্ত মজুমদার ও জগন্নাথ সরকার।
৩০ জুন, শুক্রবার দলের সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ পূর্ব বর্ধমানে যাবেন বলে সূত্রের খবর। তাঁর সঙ্গে থাকবেন বিজেপি নেতা তথা দলের সাংস্কৃতিক শাখার আহ্বায়ক রুদ্রনীল ঘোষ। ওই দিন শুভেন্দু, বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে নিয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয়েছে বাঁকুড়ায়।
১ জুলাই, শনিবার শুভেন্দু ও অগ্নিমিত্রা থাকতে পারেন উত্তর ২৪ পরগনার সভায়। এদিকে শনিবার আলিপুরদুয়ারে তৃণমূলের সভার পর রবিবার সভা করতে পারে বিজেপি। শনিবারের সভায় থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রবিবার সেই আলিপুরদুয়ারেই সভা করার কথা শুভেন্দুর। দীপক বর্মন, মঙ্গল পাণ্ডে, জন বার্লার মতো নেতারা যোগ দিতে পারেন ওই সভায়। অন্যদিকে, রবিবার দক্ষিণ ২৪ পরগনায় যেতে পারেন দিলীপ ও অগ্নিমিত্রা।
৩ জুলাই জলপাইগুড়িতে যাবেন শুভেন্দু। তাঁর সঙ্গে সভায় থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। অন্যদিকে কোচবিহারে সভা করতে পারে সুকান্ত।
সুভাষ সরকার ঝাড়গ্রামে একটি পদযাত্রায় অংশ নিতে পারেন। উত্তর দিনাজপুরে দলীয় সাংসদ দেবশ্রী চৌধুরীর, কালিম্পংয়ে রাজু বিস্তা, নদিয়ায় অমিতাভ চক্রবর্তীর পদযাত্রা করার কথা।
৫ ও ৬ জুলাইও তিন জেলায় কর্মসূচি রয়েছে বিজেপির। শুভেন্দু, অগ্নিমিত্রা, সুকান্ত থাকবেন বিভিন্ন জেলায়। পশ্চিম মেদিনীপুরে পদযাত্রায় লকেটের সঙ্গী হতে পারেন বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ।