AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KIFF-এর উদ্বোধনে নজর কাড়া আয়োজন, এবার বিশেষ অতিথির তালিকায় কারা?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল চারটের সময় ধনধান্য স্টেডিয়াম থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত করা হয়েছে ‘সপ্তপদী’-কে। এ বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র।

KIFF-এর উদ্বোধনে নজর কাড়া আয়োজন, এবার বিশেষ অতিথির তালিকায় কারা?
| Edited By: | Updated on: Nov 06, 2025 | 4:33 PM
Share

শুরু হল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার ঠিক বিকেল চারটে ঘড়ি ধরে শুরু হল অনুষ্ঠান। শুরুতেই নৃত্য অনুষ্ঠান পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া। এবারে বিশেষ অতিথির আসন গ্রহণ করলেন রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা সোম, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী চিরঞ্জিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, পাওলি দাম, দেব সহ আরও অনেকে।

তবে গত বছরের মতো এবারও থাকলেন না বলিউডের খানেরা— না শাহরুখ, না সলমন। অনুপস্থিত অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনও। গত বছর যেখানে জাভেদ আখতার ও শাবানা আজমি ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু, এবার তাঁদেরও দেখা গেল না ধনধান্য স্টেডিয়ামের মঞ্চে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেল চারটের সময় ধনধান্য স্টেডিয়াম থেকে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত করা হয়েছে ‘সপ্তপদী’-কে। এ বছর দেখানো হবে মোট ৩৯টি দেশের ২১৫টি ছবি, যার মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় ভাষা ও ৩০টি বিদেশি ভাষার চলচ্চিত্র। থাকছে বিশেষ বিভাগ ‘গানে গানে সিনেমা’, নানা সেমিনার ও আলোচনা সভা— সিনেমাপ্রেমীদের জন্য এক বর্ণিল সপ্তাহ হতে চলেছে।