আলিয়া ছেলেদের পারফিউম মাখেন! জন্মদিনে জেনে নিন ৯ অজানা গল্প
শুভঙ্কর চক্রবর্তী |
Mar 15, 2021 | 3:00 PM
আলিয়া ভাটের অভিনয়ের ‘গ্রাফ’ উর্ধ্বগামী। সম্পূর্ণ কমার্শিয়াল ছবি থেকে জার্নি শুরু করে এখন একেবারে অন্য ধারার ছবিতে দেখা যাচ্ছে বার্থডে গার্লকে। আজকের আলিয়া ভাট একজন ভার্সেটাইল অভিনেত্রী। শুধু অভিনয় নয়, তাঁর প্যাশনে রয়েছে পেন্টিং, রয়েছে গানও। আজ আঠাশে পা দিলেন রণবীরের প্রেমিকা। জন্মদিনে TV9 বাংলা খোঁজ নিল তাঁর জীবনের ৯ অজানা গল্পের...
1 / 9
তাঁর বাবা মহেশ ভাট ইন্ডাস্ট্রির বড় নাম হওয়া সত্বেও, আলিয়া ঠিক করেন নিজেই তৈরি করবেন নিজের কেরিয়ার। করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর জন্য আলিয়া অডিশন দিয়েছিলেন। সেই অডিশনে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ জন!
2 / 9
আলিয়া ভাট
3 / 9
অনেকেই জানেন না, আলিয়ার প্রথম অভিনীত ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ নয়। তনুজা চন্দ্র পরিচালিত ‘সংঘর্ষ’ ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। ফিল্মে প্রীতি জিন্টার শৈশবের চরিত্রে অভিনয় করেন আলিয়া।
4 / 9
আলিয়াকে দেখতে ছোটখাটো দেখতে হলেও। তাঁর মধ্যে রয়েছে বহু সারপ্রাইজ। তাঁর পেন্টিং বলিউডে ভীষণ চর্চিত। চারকোল পেন্টিংয়ে সিদ্ধহস্ত আলিয়া।
5 / 9
শুধু অভিনয় কিংবা আঁকা নন। আলিয়ার গানের গলাও প্রশংসনীয়। ‘হাইওয়ে’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘উড়তা পঞ্জাব’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’, ‘সড়ক-২’তে গান গেয়েছেন আলিয়া।
6 / 9
এটা ভীষণ অবাক করা বিষয় হলেও সত্যি যে আলিয়া এবং ইমরা হাশমি দুজনে ভাই-বোন। ইমরানের বাবা আনওয়ার হাশমি এবং মহেশ ভাট দুজনে কাজিন।
7 / 9
আলিয়া পেটার (পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যনিমেলস) সক্রিয় সদস্য। তিনি একটি বিজ্ঞাপনের মুখও ছিলেন।
8 / 9
9 / 9
আলিয়া পার্টি নিজের পছন্দের গানে সিডি নিয়ে যেতেন। কারণ তাঁর পছন্দের গানগুলো বাজবে কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। অভিনেত্রী তার প্লে-লিস্ট রাখতেন নিজের প্রিয় কিছু গান, যার মধ্যে রয়েছে, ‘লে গই লে গই’, ‘কে সারা সারা’ এবং অন্যান্য।