AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

একবার ছুঁয়ে দেখতে চাই! বিদেশি ভক্তর কথা শুনে কী করেছিলেন শাহরুখ?

আর এই কারণেই, শাহরুখের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে। বেশ কয়েক মাস আগে দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। আর সেখানেই ভক্তর সঙ্গে এমন কাণ্ড করলেন, যা ভাইরাল সোশাল মিডিয়ায়। শাহরুখের অনুরাগীরা তো ভিডিও দেখে একেবারে হইচই ফেলে দিয়েছেন।

একবার ছুঁয়ে দেখতে চাই! বিদেশি ভক্তর কথা শুনে কী করেছিলেন শাহরুখ?
| Updated on: Nov 17, 2025 | 6:24 PM
Share

রসিকতা শাহরুখের মজ্জায় মজ্জায়। যখনই সুযোগ পান, তখনই শাহরুখ তৈরি ঠাট্টা করতে। আর সামনে যদি পান ভক্তদের, তাহলে তো কথাই নেই। বলিউডের বাদশা হলেও, শাহরুখের মেজাজে বাদশা সুলভ প্রায় কিছুই দেখা যায় না। উলটে তিনি একেবারে কমন ম্যান! আর এই কারণেই, শাহরুখের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে। বেশ কয়েক মাস আগে দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাহরুখ। আর সেখানেই ভক্তর সঙ্গে এমন কাণ্ড করলেন, যা ভাইরাল সোশাল মিডিয়ায়। শাহরুখের অনুরাগীরা তো ভিডিও দেখে একেবারে হইচই ফেলে দিয়েছেন।

তা কী ঘটালেন শাহরুখ?

গপ্পোটা হল, যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে শাহরুখ মঞ্চে উঠতেই চারিদিকে হইহই ভক্তদের। হঠাৎই তার মধ্যে থেকে এক ভক্ত চিৎকার করে বলে উঠলেন, তোমাকে একবার ছুঁয়ে দেখতে চাই শাহরুখ! ভক্তর এমন আবদারে প্রথমে কিছু হতবাক শাহরুখ। তারপর মিষ্টি করে দিলেন বিন্দাস উত্তর। শাহরুখ স্টেজ থেকেই স্পষ্ট জানালেন, এভাবে সবার সামনে এমন বলতেই নেই। আমার তো লজ্জাও লাগে নাকি। এসব বলতে হয় আড়ালে…।

তবে এখানেই শেষ নয়। আরেকজন ভক্ত হঠাৎই চিৎকার করে শাহরুখকে বলে উঠলেন, আমি তোমাকে ভালবাসি। শাহরুখও চটজলদি বলে উঠলেন, আমিও তোমাকে ভালবাসি। অনুষ্ঠানটি শেষ হোক, এরপর আমরা বিয়ে করে নেব।

আবু ধাবিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন শাহরুখ। সেখানেই কথায় কথায় কিং ছবির প্রসঙ্গ আনেন তিনি। শাহরুখ জানান, ” আমি এখন শুটিংই করছি। আগামী কয়েকমাস ধরে শুটিং চলবে। আসলে আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুবই কড়া। সিদ্ধার্থ বলেছে, কখনই ছবির তথ্য ফাঁস করবে না। তাই আর কিছু বলছি না। সিদ্ধার্থ পাঠানও পরিচালনা করেছিল। কথা দিচ্ছি, নতুন ছবি পাঠান-এর থেকেও দারুণ হবে।” আর এবার শাহরুখের এমন ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।