নতুন বছরে ভক্তদের জন্য নয়া চমক আমির খানের

রণজিৎ দে |

Jan 29, 2021 | 4:24 PM

৫৫ তেও ‘নট আউট’ আমির খান! নতুন বছরে নতুন চমক আমিরের। কী সেই চমক?

নতুন বছরে ভক্তদের জন্য নয়া চমক আমির খানের
আমির খান

Follow Us

৫৫ তেও ‘নট আউট’ আমির খান! নতুন বছরে নতুন চমক আমিরের। স্পোর্টস ফিল্মে এবার অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আমির খান এই মুহূর্তে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে ব্যস্ত। ব্যস্ততার মাঝেই বন্ধুপরিচালক আমিন হাজির প্রথম ছবিতে একটি গানের দৃশ্যে অভিনয় করলেন তিনি। একটি ক্যামিও রোলে দেখা যাবে তাঁকে। বন্ধুর অনুরোধ ফেলতে পারেননি আমির। জয়পুরে গিয়ে চার দিন ধরে শুট করলেন তিনি। একেই বলে বন্ধুত্ব!

 

শোনা যাচ্ছে আমির খান তলে তলে নতুন ছবির পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ‘শুভ মঙ্গল সাবধান’এর পরিচালক আর এস প্রসন্নর সঙ্গে বেশ কয়েক বার মিটিং করেছেন তিনি। একটা স্পোর্টস ফিল্ম করা নিয়ে দু’জনের কথা হয়েছে। ছবি বাছার ব্যাপারে আমির খান অত্যন্ত খুঁতখুঁতে। তবে শোনা যাচ্ছে স্পোর্টস ফিল্মের ব্যাপারে আগ্রহ দ্খিয়েছেন তিনি। ৫৬ বার মিটিংও করে ফেলেছেন আর এস প্রসন্নর সঙ্গে

আরও পড়ুন :বলিউডে তৈরি হচ্ছে ‘রামায়ণ’, রাম-সীতার চরিত্রে কারা?

লাল সিং চাড্ডা’র কাজ শেষ করেই আমির খান ‘মগুল’এর কাজ শুরু করবেন। গুলশন কুমারের বায়োপিক নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের মাঝামাঝি শুরু হবে শুটিং। শোনা যাচ্ছে আমির খানের আগে অক্ষয় কুমারকে অফার করা হয়েছিল চরিত্রটি। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে অক্ষয় কুমার করতে চাননি। শেষমেশ আমির খান স্ক্রিপ্ট শুনে ছবিটি করতে রাজি হন।

সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের ডিসেম্বরে রিলিজ করবে ‘লাল সিং চাড্ডা’। হাতের দু’টো ছবির কাজ শেষ করেই মিঃ পারফেকশানিস্ট শুরু করবেন এই স্পোর্টস ফিল্মের কাজ।

Next Article