সুহানির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কী করলেন আমির? ট্রোলের বন্যা

Feb 23, 2024 | 9:00 PM

Aamir Khan Trolled: এরপরই বলিউডের একাধিক স্টার শোকজ্ঞাপন করেছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করেছিলেন। একই ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা আমির খান। সুহানির ফরিদাবাদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে হাজির হলেন আমির খান।

সুহানির পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এ কী করলেন আমির? ট্রোলের বন্যা

Follow Us

১৬ ফেব্রুয়ারি সকলের মন খারাপ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ‘দঙ্গল’ গার্ল সুহানি ভাটনগর। ‘দঙ্গল’ ছবির সেই ছোট্ট ববিতা ফোগট আর নেই। আমির খানের ছবি দঙ্গল-এর হাত ধরেই পরিচিতির আলোকে আসেছিলেন তিনি। পরিবার সূত্রে প্রাথমিক খবর মিলেছিল, ‘ভুল চিকিৎসার শিকার’ হয়ে প্রাণ হারায় ববিতা ওরফে সুহানি ভাটনগর। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই এক দুর্ঘটনার সম্মুখীন হন সুহানি। সেই দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। পরিবারের দাবি, যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছিল তা থেকে শরীরের তরলের মাত্রা (ফ্লুইড) ক্রমশ বাড়তে শুরু করে। শুরু হয় পার্শ্বপ্রতিক্রিয়া। দিল্লির এইমস হাসপাতালে ভর্তিও করা হয় সুহানিকে। আইসিইউতে চলছিল চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হয় না। শুক্রবার (১৬.০২.২০২৪) মারা যান তিনি।

এরপরই বলিউডের একাধিক স্টার শোকজ্ঞাপন করেছিলেন। তাঁর আত্মার শান্তি কামনা করেছিলেন। একই ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা আমির খান। সুহানির ফরিদাবাদের বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে হাজির হলেন আমির খান। সেখানেই প্রয়াত অভিনেত্রীর পরিবারের সঙ্গে কথা বলে নিলেন তিনি। পাশাপাশি সুহানির ছবির সঙ্গে পোজ দিয়ে তুললেন ছবি। আর সেই তোলার সময় তাঁর ঠোঁটে খেলে গেল হাসি। যা দেখে রীতিমত অবাক নেটপাড়ার একাংশ।

কটাক্ষের শিকার হতে হল আমির খানকে। একজন প্রশ্ন করলেন, আমির কীভাবে পোজ দিল? কারও প্রশ্ন এই পরিস্থিতিতে হাসছেন কেন? যদিও আমিরের পাশে দাঁড়িয়ে থাকা মহিলার মুখেও এদিন ছিল হাসি। ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেল নেটপাড়ায়। প্রসঙ্গত, বলিউডে বেশ পরিচিত শিশুশিল্পী ছিলেন সুহানি। দঙ্গল ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপন ও ধারাবাহিকেও কাজ করতেও দেখা গিয়েছে তাঁকে। ইচ্ছে ছিল অভিনেত্রীই হবেন। তবে পাশাপাশি চলছিল পড়াশোনা। ২০২১ সালের ২৫ নভেম্বর ইনস্টাগ্রামে ডেবিউ করেন তিনি।

 

 

Next Article
WPL 2024 Updates: ক্রিকেটের ‘কুইনডম’- চিন্নাস্বামীতে উদ্বোধনী অনুষ্ঠানে ঝুমলেন ‘পাঠান’
‘মহিলারা বোকা, কেন পুরুষদের এই কাজ করতে দেন না?’ প্রশ্ন জয়ার