স্টার সেলিব্রিটি মানেই গোটা বিশ্বের দরবারে তাঁদের পরিচিতি, কদর তুঙ্গে। সম্মান থেকে শুরু করে সুসম্পর্ক, একাধিক স্টারের সঙ্গে বজায় রেখে থাকেন বিভিন্ন দেশ। ঠিক যেমন দুবাইয়ের সঙ্গে কিং খান-এর সম্পর্ক। এমন বহু দেশ আছে, যাঁদের নজরে কোনও না কোনও স্টার ভীষণ প্রিয়। ভীষণ পছন্দের। দেশের বিভিন্ন প্রয়োজনে এই সম্পর্ককেও কোনও-কোনও সময় কাজে লাগিয়ে থাকে সরকার পক্ষ। সম্প্রতি শোনা গিয়েছিল, সম্প্রতি ১২ সেনাকে উদ্ধার কাজে নাকি গোপনে সাহায্য করেছেন শাহরুখ খান। তবে শাহরুখ খান প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন এই খবর সত্যি নন।
TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিটের তৃতীয় দিনে এই প্রসঙ্গে মুখ খুললেন আমির খান। তাঁর কাছে কি কখনও সরকারের পক্ষ থেকে এমন অনুরোধ এসেছে? যেখানে দাঁড়িয়ে আন্তর্জাতিক স্তরে আমিরের সম্মান, তাঁর ভক্তদের আধিপত্য দেখে, সেখান থেকে কোনও সাহায্য চাইবার জন্য তাঁর দরজায় এসেছে কোনওদিন সরকার? খানিক ভেবে আমির খান উত্তর দেন, ”বিভিন্ন সরকারের তরফ থেকে সামাজিক বার্তা দেওয়ার অনুরোধ পাই, আর সেই কথা আমি যথা সম্ভব রাখার চেষ্টা করি। আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি।”
এখানেই শেষ নয়, পাশাপাশি রাজনীতি প্রসঙ্গেও এদিন মুখ খোলেন মিস্টার পারফেকশনিস্ট। রাজনীতির অনেক বিষয়ের সঙ্গে আমিরের নাম জড়িয়ে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে অনেক কিছুর সঙ্গে আমির খানের নাম উঠে আসতে দেখা যায়। ‘আমির এটা কেন করেছেন’, ‘আমির এটা কেন করেননি’… এগুলোর সঙ্গে কীভাবে মানিয়ে নেন আমির খান? হাসি মুখে আমির খানের উত্তর, ”এই পরিস্থিতি আমি মুখ বন্ধ রেখেই সামলাই। যেমন এখন এই প্রশ্ন শুনে আমার চুপ করে যাওয়া উচিত। এই ধরনের বিতর্ক থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি। আজকাল জীবন ভীষণ কঠিন হয়ে গিয়েছে। আপনি বেঁচে আছেন, কোনও বিতর্ক ছাড়া, এটা বোধহয় অসম্ভব। সেই চেষ্টা আমি যাচ্ছি।”